আজ মঙ্গলবার, ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ঝিনাইদহে ​বাসের ধাক্কায় দুই যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক:

ঝিনাইদহের হরিণাকুণ্ডতে যাত্রীবাহী বাসের ধাক্কায় আবু তালেব (৩৫) ও আক্তার হোসেন (৩৬) নামে দুই যুবক নিহত হয়েছেন। বুধবার রাত ৮টার দিকে উপজেলার চাঁদপুর জামতলায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবু তালেব হরিণাকুণ্ড উপজেলার চাঁদপুর গ্রামের আব্দুল গফুর মোল্লার ছেলে এবং আক্তার হোসেন একই উপজেলার হামিরহাটী গ্রামের মনছের আলীর ছেলে। পাশাপাশি গ্রামের দুই যুবক নিহত হওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বিষয়টি নিশ্চিত করে হরিণাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম মোল্লা জানান, হরিণাকুণ্ডু ঝিনাইদহ সড়কের জামতলা মিলের কাছে একটি মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে যাত্রীবাহী বাসটি ফুটপাতে উঠে পড়ে। মোটরসাইকেল আরোহী আক্তার হোসেন ও পথচারী আবু তালেব ঘটনাস্থলেই নিহত হন। লাশ ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো আছে

সর্বশেষ সংবাদ