আজ শুক্রবার, ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

জেলা যুবদলের সদস্য সচিব রনি আটক

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনিকে আটক করা হয়েছে বলে দাবী করেছেন দলের নেতারা। ৬ ডিসেম্বর মঙ্গলবার রাতে তাকে নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে থেকে তাকে তুলে নেওয়া হয়। তাকে এখন পল্টন থানায় রাখা হয়েছে।

গত কয়েকদিন ধরেই রনি সহ অনেক বিএনপি নেতা রাজধানীতে অবস্থান করছিলেন। ১০ ডিসেম্বর বিএনপির মহাসমাবেশ ঘিরে প্রস্তুতি নিচ্ছেন দলের নেতাকর্মীরা।

রনির বাবা জেলা বিএনপির সাবেক সদস্য গোলাম মোস্তফা জানান, রনিকে পল্টন থানায় গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে। তবে তার বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলায় সে জামিনে আছে। এখন কোন মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে তা জানা যায়নি।নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক ও তারাব পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব নাসির উদ্দিন, বিএনপি নেতা রুহুল আমিন শিকদার সংবাদচর্চাকে রনির গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশের কোন বক্তব্য পাওয়া যায়নি।