আজ শুক্রবার, ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

জেলা আওয়ামী লীগের সম্মেলন ২৩ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক:

আগামী ২৩ অক্টোবর নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আর সেখানেই ঘোষণা করা হবে নতুন কমিটি। শনিবার (১ অক্টোবর) সকালে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এ কথা জানান। উন্মুক্ত স্থানে জেলা আওয়ামী লীগের সম্মেলন করার নির্দেশ দিয়েছে হাইকমান্ড।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক , নজরুল ইসলাম বাবু এমপি, সিটি মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইভী, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি আবদুল হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ বাদল, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগ সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক খোকন সাহা, সাবেক এমপি কায়সার হাসনাত, হোসনে আরা বাবলী, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ্জাহান ভুঁইয়া।

তবে কোন স্থানে সম্মেলন অনুষ্ঠিত হবে তা জানা যাবে আগামী ৩ অক্টোবর। ওই দিন জেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ জেলার প্রতিনি থানা-ইউনিয়নের সভাপতি-সাধারণ সম্পাদকদের নিয়ে অনুষ্ঠিত হবে এক জরুরি সভা।