আজ মঙ্গলবার, ১৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

জালকুড়িতে ফিলিং স্টেশনকে ২০ হাজার টাকা অর্থদন্ড

জালকুড়িতে ফিলিং স্টেশনকে

জালকুড়িতে ফিলিং স্টেশনকে

নিজস্ব প্রতিবেদক:

ফতুল্লার জালকুড়িতে  ফিরোজ ফিলিং স্টেশন ও মেসার্স প্রাইম ফিলিং স্টেশনকে ২০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট সারাওয়াত মেহজাবীনের নেতৃত্বে এ ভ্রাম্যামাণ আদালত পরিচালনা করা হয়।

ব্যবসা পরিচালনা করার জন্য প্রয়োজনীয় অনুমতিপত্র না থাকায় এবং ব্যবসায়ে নানা অনিয়ম চোখে পড়ায় বিএসটিআই ওজন ও পরিমান অধ্যাদেশ ১৯৮২ সংশোধনী ২০০১ এর অধীনে ২৩, ৪১, ৪৭ ধারার আওতায় দুই প্রতিষ্ঠানকে এ অর্থদন্ড দেয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সারাওয়াত মেহজাবীন বলেন, জেলার প্রশাসনের অধীন সিএনজি পাম্প স্টেশনের মাসিক পরিদর্শনের অংশ হিসেবে আমরা মোবাইল কোর্ট পরিচালনা করেছি। দুটি ফিলিং স্টেশনে ওজন দিয়ে পেট্রোল বা মোবিল বিক্রির করে তা ঠিক করে দিচ্ছে কিনা, তাদের ব্যবসায়িক সনদ আছে কিনা এগুলোর পরীক্ষা করা হয়েছে। এতে কিছু অসঙ্গতি পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতে দুটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়েছে। জেলা প্রশাসনের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।