আজ বুধবার, ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

জামায়াত ষড়যন্ত্র করছে : বিএনপি নেতা মান্নান

সংবাদচর্চা রিপোর্ট:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান বলেছেন,  জামায়াত বাংলাদেশের মধ্যে ষড়যন্ত্র করছে।জামায়াত ভারতের ‘র’ জামায়াতের ঘাড়ের উপর বসে বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।সজাগ থাকার আহবান জানান ও জামায়াত কেউ পাত্তা না দেওয়ার আহবান জানায়।
গত ২০ সেপ্টেম্বর  বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নে ব্রাহ্মণ বাওগাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জামপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে সন্ত্রাস, চাঁদাবাজ, নৈরাজ্য, মাদক ও দখলদারদের বিরুদ্ধে কর্মী সমাবেশ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
আজহারুল ইসলাম মান্নান আরো বলেন,বেগম খালেদা জিয়া বলেছেন জামায়াতকে বিশ্বাস করা ঠীক হবে না।আজকে বিএনপির ঘাড়ে ঠেলে যে জামায়াত বাংলাদেশে স্থান পাইছে সে জামায়াত বিএনপির সাথে বেঈমানী করছে।
সমাবেশে জামপুর ইউনিয়ন বিএনপি সভাপতি আল মুজাহিদ মল্লিকের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন।
বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন সোনারগাঁ পৌরসভা বিএনপির সভাপতি শাহজাহান মেম্বার, সম্পাদক মোতালিব কমিশনার, কাঁচপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম হক রুমি,সাদিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুজ্জামান ভূইয়া মাসুম, বারদী ইউনিয়ন বিএনপির সভাপতি আঃ রহমান মুন্সি, বৈদ্যেরবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি তাজুল ইসলাম সরকার, সনমান্দী ইউনিয়ন বিএনপির সভাপতি সাফির উদ্দিন মজনু, মোগড়াপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান, জামপুর ইউনিয়ন বিএনপি নেতা গোলজার হোসেনসহ বিএনপি, যবদল ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।