নিজস্ব প্রতিবেদক:
নাসিক ১৩ নং ওয়ার্ডের জামতলা তারা মসজিদ হতে হাজী ব্রাদার্স রোর্ড পর্যন্ত ১ কোটি ৮ লাখ টাকা ব্যয়ে আরসিসি ডীপ ড্রেন ও সিসি রাস্তার কাজের উদ্বোধন করা হয়েছ। মঙ্গলবার সকাল ১১ টায় কাজ উদ্বোধন করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এর ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণঞ্জ সিটি কর্পোরেশনের প্রকৌশলী খন্দকার নাজমুল হক, নুকু হাজী, ইঞ্জিনিয়ার আব্দুর রাজ্জাক, মোঃ ফারুক হোসেন, সাজু, সাংবাদিক ফারুক, ও ঠিকাদার মোঃ আশরাফ, ইরফান, রাকিব ।
এলাকাবাসীর উদ্দেশে কাউন্সিলর খোরশেদ বলেন, আমি গত এক বছর স্ব-শরিরে উপস্থিত না থাকলেও আমার লোকজন ও আমার কার্যালয় থেকে নাগরিক সেবা ও উন্নয়ন কাজ চলমান ছিল। জলাবদ্ধতা নিরশনে ব্যাপক ভূমিকা রাখবে ইনশাল্লাহ। জলাবদ্ধতা নিরশনে আমরা বদ্ধপরিকর। কাজ শত ভাগ বুঝে নেওয়ার দায়িত্ব আপনাদের। কাজে কোন প্রকার গাফলতি বা অনিয়ম দেখলে আমাকে জানাবেন। কাজ চলাকালীন সময় সকল বাড়ী ওয়ালারা তাদের বাড়ীর গ্যাস, ওয়াসা পয়ঃনিস্কাশন এর সংযোগ ড্রেনে দিয়ে দিবেন। কিন্তু বাথরুমের ও রান্না ঘরের লাইন সরাসরি ড্রেনে দিবেন না।