আজ বুধবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

জন প্রতিনিধিরা কখনো কোন দলের হয় না- সেলিম ওসমান

জন প্রতিনিধিরা কখনো

জন প্রতিনিধিরা কখনো

 

বন্দর প্রতিনিধি:
নারায়ণগঞ্জ ৫ আসনের এমপি আলহাজ্ব সেলিম ওসমান বলেছেন, জন প্রতিনিধিরা কখনো কোন দলের হয় না। গত ৪ বছর আমি সকলকে নিয়ে কাজ করেছি। আমরা কারো পায়ে পারা দিয়ে ঝগড়া করিনা। আমি উন্নয়নের জন্য কাজ করি।
মঙ্গলবার সকালে সোনাকান্দা হেভেন কমিউনিটি সেন্টারে সোনাকান্দা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সেলিম ওসমান বলেন, এই মাসটি শোকের মাস। এ মাসে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানসহ তার স্বপরিবারকে হত্যা করা হয়েছিল। এ মাসে ২১ আগষ্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার জন্য চেষ্টা করা হয়েছিল। এই মাসে ছাত্ররা ৯ দফা দাবি আদায় করেছে। তাই আমি তাদেরকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাই। আমাদের ভবিষ্যত প্রজন্ম আন্দোলন শিখে গেছে। আমি পত্র পত্রিকায় দেখেছি সোনাকান্দা এলাকাবাসী র্দীঘ দিন ধরে পানি সমস্যা রয়েছে। যেখানে পানির সমস্যা রয়েছে আমি সেখানে গিয়ে এই সমস্যা সমাধান করেছি। আমি আওয়ামীলীগের সভাপতি রশীদ ভাই , জাপা নেতা আবু জাহের ও উপজেলা চেয়ারম্যান মুকুলকে নিয়ে বন্দরে রাজনীতি করি। আমি বন্দরে আরো স্কুল নির্মান করতে চাই। এই আসনের সাবেক এমপি আকরাম চাচা তিনি এ আসনে উন্নয়ন দেখেন না। আমার চাচা আাকরামকে আমার উন্নয়নের লিষ্ট পাঠিয়ে দিব। আকরাম চাচা দল বদলিয়েছেন। কিন্তু মন বদলায়নি তিনি। বৃটিশ আমলে থেকে নির্বাচন দেখেছি। নির্বাচনে মনোনয়ন পেতে হলো অনেক কাঠখড় পোড়াতে হয়। আমি মনোনয়ন নিয়েছি আমার মায়ের কাছ থেকে। পরিশেষে তিনি আরো বলেন যদি আমার মৃত্যু হয় তবে দাফন যেন বন্দরে করা হয়।
সোনাকান্দা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদ এর সভাপতি ও ২০ নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম নবী মুরাদের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সোনাকান্দা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কাজী নূসরাত ইয়াসমিন।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা পিন্টু বেপারী, বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান মুকুল, জেলা জাতীয় পার্টির আহবায়ক আবু জাহের, বন্দর থানা অফিসার ইনর্চাজ শাহীন মন্ডল, ডান্ডিবার্তা পত্রিকার সম্পাদক হাবিবুর রহমান বাদল, ২১ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব হান্নান সরকার, ২২ নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহাম্মেদ, ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুদ্দিন আহাম্মেদ দুলাল প্রধান, ১২নং ওয়ার্ড কাউন্সিলর শওকত হাসেম শকু। সংরক্ষিত মহিলা কাউন্সিলর শিউলী নওশাদ, সোনাকান্দা এলাকার সমাজ সেবক ও আওয়ামীলীগ নেতা এমএ আসগর, ১৮ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কামরুল হাসান মুন্না, ভাষা সৈনিক আহসান উল্ল্যাাহ মৃধা, দড়ি-সোনাকান্দা এলাকার সমাজ সেবক নূরুল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আ,ক,ম নূরুল আমিন।
পুরস্কার বিতরণ ও আলোচনা সভা সঞ্চালনা করেন আওয়ামীলীগ নেতা শহিদুল হাসান মৃধা।