আজ মঙ্গলবার, ২৬শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

জনগণের খোঁজে মন্ত্রী গাজী

নবকুমার: ইদকে সামনে রেখে জনগণকে স্বস্তি দিতে মাঠে নেমেছেন নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। তিনি গতকাল সাপ্তাহিক ছুটির দিনে দিন ব্যাপী রূপগঞ্জ উপজেলার বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড পরিদর্শন করেছেন। রূপগঞ্জের কোথায় কি দরকার তা চিহ্নিত করছেন। মন্ত্রী সাধারণ জনগণের সাথে কথা বলেছেন। রূপগঞ্জ বাসী সুখে আছে কি না সে বিষয়ে মন্ত্রী জানার চেষ্টা করছেন। গতকাল কাঞ্চন পৌর সভার কলাতলী, নোয়াগাঁও, দিঘলিয়া ও বুরুটিয়া এলাকায় বিভিন্ন সড়ক পরিদর্শন কালে গোলাম দস্তগীর গাজী সেখানকার কয়েক জনের সাথে কথা বলেছেন। তারা মন্ত্রীর প্রশ্নের জবাবে বলেন, বর্তমান সরকারের আমলে আমরা অনেক সুখে আছি। আমরা এখন পেট ভরে খেতে পারি। আমাদের সন্তানদের বিনামূল্যে পড়াশুনা করাতে পারছি। চিকিৎসা পাচ্ছি। আমাদের রাস্তাঘাট হচ্ছে। আমরা কর্ম পাচ্ছি। সরকার আমাদের ভাতার কার্ডসহ বিভিন্ন সুযোগ সুবিধা দিচ্ছে।

এছাড়া গতকাল বিকেলে গোলাম দস্তগীর গাজী গাউছিয়া ঢাকা-সিলেট মহাসড়ক পরিদর্শন করেছেন। পরে তিনি বান্টিবাজার পরিদর্শনে যান। সেখানে বাটিকের কাপড় ব্যবসায়ীদের সাথে কথা বলেন। ব্যবসায়ীরা মন্ত্রীকে দেখে অবাক হয়ে যান। ব্যবসায়ীরা বলেন, আমরা শান্তিতে ব্যবসা বানিজ্য করতে পারছি। এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ ২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, কাঞ্চন পৌর মেয়র রফিকুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আলহাজ্ব হাবিবুর রহমান সহ অনেকে।

পরে গোলাম দস্তগীর গাজী সাংবাদিকদের বলেন, জনগণ আমাকে ভোট দিয়ে এমপি বানিয়েছে। আমি যদি জনগণের খোঁজ খবর না রাখি তাহলে তাদের সাথে বেইমানী করা হবে। পরবর্তীতে তারা আমার দলকে ভোট দেবে না। রূপগঞ্জ বাসীর সুখে দুঃখে আছি এবং সারা জীবন থাকব। রূপগঞ্জের কোন উন্নয়ন বাদ থাকবে না। খুজে বের করে সব উন্নয়ন করা হবে।

এছাড়া গুজবে কান না দিতে রূপগঞ্জ বাসীর প্রতি আহবান জানিয়েছেন তিনি ।