নবকুমার:
রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া সরকারি কলেজের ছাত্র সংসদ নির্বাচনে ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে ভিপি নির্বাচিত হয়েছে সাইফুল ইসলাম তুহিন। তিনি পেয়েছেন ৯৯১ ভোট। জিএস নির্বাচিত হয়েছেন সজিব মিয়া। তিনি পেয়েছেন ১হাজার ৫শ ৬৬ ভোট। এরা সবাই ছাত্র লীগের প্যানেল থেকে বিজয়ী হয়েছে।
এবারের নির্বাচনে দৃষ্টান্ত স্থাপন করেছেন নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। নারায়ণগঞ্জ সহ সারা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন দিতে প্রশাসন সহ কর্তৃপক্ষ যখন হিমশিম খাচ্ছে । ছাত্র সংসদ নির্বাচন দিচ্ছে না বিশৃঙ্খলা সৃষ্টি হবে দেখে। ঠিক সেই সময়ে নিজের নেতৃত্বের গুণে মুড়াপাড়া সরকারি কলেজ শাখা ছাত্র সংসদ নির্বাচন দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। তিনি অবাধ নিরপেক্ষ নির্বাচন উপহার দিয়েছেন। এ নির্বাচনে কোন প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি হয় নি। গোলাম দস্তগীর গাজী ছাত্র ছাত্রীদের কথা দিয়েছিলেন ছাত্র সংসদ নির্বাচন শান্তিপূর্ণ নিরপেক্ষ হবে। তিনি তার কথা রেখেছেন। আজ শনিবার (১১ শ্রাবণ, ২৭ জুলাই) সকালে যখন ভোট শুরু হয় মন্ত্রী ভোট কেন্দ্রে শুরু থেকে ফলাফল প্রকাশ পর্যন্ত বসে ছিলেন। ছাত্র সংসদ নির্বাচন দিতে অনেকেই নিষেধ করেছিলেন। বলেছিলেন মারামারি হবে সারা দেশে মুড়াপাড়া কলেজের বদনাম হবে। তখন সাহস নিয়ে গোলাম দস্তগীর গাজী বলেছিলেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কে আপনারা নির্বাচনের আয়োজন করেন । বাকীটা আমি দেখব। মন্ত্রী কথা রেখেছেন। ছাত্রছাত্রীরা গোলাম দস্তগীর গাজীকে সম্মান দিয়েছে। তারা কোন বিশৃঙ্খলা সৃষ্টি করে নাই। সবাই নির্ভিঘ্নে ভোট দিয়েছে। ভোটার উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।
প্রসঙ্গত, সারা রূপগঞ্জে গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের নেতৃত্বে গণতন্ত্রে সু বাতাস বইছে। কোন প্রতিষ্ঠানে অনির্বাচিত ব্যক্তি নেই। জনগণের প্রত্যক্ষ ও পরোক্ষ ভোটের মাধ্যমে রূপগঞ্জ উপজেলার সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠান চলছে। নারায়ণগঞ্জে অন্য সকল উপজেলা সরকারি বেসরকারি প্রতিষ্ঠান গুলোতে তেমন গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করছে না। আড়াইহাজার সরকারি সফর আলী কলেজের ছাত্র সংসদ নির্বাচন হয় না র্দীর্ঘ দিন যাবত। সেখানে শিক্ষার্থীরা নির্বাচন চাচ্ছে। কিন্তু কলেজ কতৃপক্ষ নির্বাচন আয়োজনের সাহস পাচ্ছে না। ফতুল্লা সরকারি তোলারাম কলেজের এই অবস্থা। সেখানে দীর্ঘ দিন যাবত ছাত্র সংসদ নির্বাচন হয় না। তোলারাম কলেজের ছাত্র সংসদ নির্বাচনের জন্য শিক্ষার্থীরা মানববন্ধন পর্যন্ত করেছে। কিন্তু কলেজ কর্তৃপক্ষ এবং স্থানীয় জনপ্রতিনিধিরা নির্বাচন আয়োজন করার সাহস পাচ্ছে না। তাদের নেতৃত্বের দূর্বলতার কারণে তোলারাম কলেজের গণতান্ত্রিক পরিবেশ নষ্ট হচ্ছে। তরুণ নেতৃত্বে সৃষ্টিতে নারায়ণগঞ্জ ২,৩, ৪ ,৫ আসনের জনপ্রতিনিধিরা উদাসিনতার পরিচয় দিচ্ছে। তারা নতুন নেতৃত্ব দেখে ভয় পায় এমনটাই মনে করছে নারায়ণগঞ্জের সাধারণ মানুষ।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছে, গোলাম দস্তগীর গাজী স্থানীয় সরকার নির্বাচনসহ ছাত্র সংসদ নির্বাচন দিয়ে নতুন নেতৃত্ব সৃষ্টিতে যে দক্ষতার পরিচয় দিয়েছে তা ইতিহাসের পাতায় স্বর্ণ অক্ষরে লেখা থাকবে। নারায়ণগঞ্জের অন্য জনপ্রতিনিধি ও রাজনীতিকদের গোলাম দস্তগীর গাজীর কাছ থেকে শিক্ষা নেয়া উচিত । কিভাবে নির্বাচন দিতে হয় কিভাবে জয়লাভ করতে হয়। কিভাবে সংগঠন চালাতে হয়।
উল্লেখ্য, গত ২৫ জুলাই কাঞ্চন পৌর সভা নির্বাচনে প্রথম বারের মত আওয়ামী লীগ প্রার্থী মেয়র পদে বিজয়ী হয়েছে । সেখানে কোন ভোটকারচুপির অভিযোগ ওঠে নাই। কাঞ্চনে আওয়ামীলীগের জয়ে গোলাম দস্তগীর গাজীর বিরাট ভূমিকা রয়েছে। এর আগে রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান পদে গোলাম দস্তগীর গাজীর সমর্থকরা বিজয়ী হয়েছে। এত বিজয় তার দক্ষ নেতৃত্বের গুণে সম্ভব হচ্ছে। মোট কথা তিনি নারায়ণগঞ্জের রাজনীতিতে শেখ হাসিনার ভ্যানগার্ড হিসেবে কাজ করছেন।