আজ বৃহস্পতিবার, ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

‘চোরের মতো এসে হামলা করেছে’

সংবাদচর্চা রিপোর্ট:

সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হুমায়ুন কবির ভূইয়ার নির্বাচনী একটি ক্যাম্প দুর্বৃত্তরা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে।

গত শনিবার দিবাগত রাতে জামপুর ইউপির পেচাইন গ্রামে এ ঘটনাটি ঘটে। এর প্রতিবাদে রবিবার ২১ নভেম্বর মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে আওয়ামী লীগ নেতৃবৃন্দ। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই। তিনি বলেন, ভোররাতে চোরের মতো কিছু লোক দুঃস্কৃতিকারী আমাদের ক্যাম্পে হামলা করেছে, নৌকা প্রতীক পুড়িয়েছে। তার প্রতিবাদে আমরা সভা করছি। এটা আমরা চাই না। আমরা অন্যায় করতে চাই না।

জাতীয় পার্টিকে উদ্দেশ্য করে তিনি বলেন, অন্যরা আমাদের অন্যায় করুক আমরা তা চাই না। যেহেতু নৌকার উপরে আঘাত এসেছে ,নৌকার উপরে আঘাত আসা মানে আমাদের নেত্রীর উপরে আঘাত আসা। নৌকার উপর আঘাত আসা মানেই স্বাধীনতার উপর আঘাত করা। আমরা প্রশাসনকে অবহিত করেছি। নৌকার উপর আঘাতকারীদের ছাড় নয়।
ডা: বিরু বলেন, আমরা চাই সুষ্ঠু নির্বাচন। উনার ক্ষমতার অপব্যবহার করছে। এসময় জামপুর ইউনিয়ন আওয়ামী লীগ চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব হুমায়ুন কবির ভূইয়া উপস্থিত ছিলেন।