আজ মঙ্গলবার, ২৮শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চুয়াডাঙ্গায় অসংক্রামক রোগ প্রতিরোধ ও ব্যাবস্থাপনায় এক দিনের প্রশিক্ষণ।

 

হাফিজুর রহমান কাজল,চুয়াডাঙ্গা প্রতিনিধি:চুয়াডাঙ্গা র দামুড়হুদায় অসংক্রামক রোগ প্রতিরোধ ও ব্যাবস্থাপনায় এক দিনের প্রশিক্ষণ সম্পন্য হয়েছে। গতকাল মঙ্গলবার দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভা কক্ষে সকাল ১১ টার সময় এই প্রশিক্ষন সম্পন্য হয়।

জানাযায়, দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা: আবুহেনা, মো:জামাল শুভোর সভাপতিত্বে প্রশিক্ষনে প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন চুয়াডাঙ্গা ডা: মো: খায়রুল ইসলাম, প্রধান অতিথি সিভিন সার্জন তার বক্তবে বলেন, অসংক্রামক রোগপ্রতিরোধে মাঠ পর্যায়ে গুরুত্ব সহকারে কাজ করতে হবে এবং জনগনের সচেতনতা বৃদ্ধি করতে হবে। তিনি আরো বলেন এই রোগপ্রতিরোধে আমাদের অভ্যাস পরিবর্তন করতে হবে।

প্রশিক্ষনে বিশেষ অতিথি ছিলেন সিনিয়ার হেলথ এটুকেশন অফিসার সিভিল সার্জন চুয়াডাঙ্গা অফিসের মো: রবজেল হক।
এছাড়াও উপস্থিত ছিলেন স্বাস্থ্য পরিদর্শক দামুড়হুদা আবুল কাশেম, প্রোজেক্ট কো-অডিনেটর এশিয়া আর্সেনিক নেটওয়াক যশোর মশিউর রহমান, কমিউনিটি ডেভলপমেন্ট অফিসার এশিয়া আর্সেনিক নেটওয়াক যশোর ওবাইদুর রহমান সুমন, উপজেলা সুপার ভাইজার শাহিনুর রহমান শাহিন, এন,সি,ডি কর্মি হাউলী ইউনিয়ন রিতা রানী সহ এক দিনের প্রশিক্ষনে অংশগ্রহন করেন হাউলী ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার পরিকলপনা বিভাগের কর্মচারিবৃন্দ।
হাফিজুর রহমান কাজল
চুয়াডাঙ্গা।