আজ বৃহস্পতিবার, ৩০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চাষাঢ়া ফুটপাতে ২ জনের ৮ দোকান

সংবাদচর্চা অনলাইনঃ

শহরের চাষাঢ়া শহীদ মিনারের সীমানা ঘেঁষে ফুটপাতের উপর অবৈধ ভাবে দোকানপাট গড়ে তোলা হয়েছে। চায়ের দোকানসহ বিভিন্ন খাবারের দোকান চলে এখানে। এসব দোকানের মধ্যে খোরশেদ নামে এক ব্যক্তির ৪টি ও ও কালামের নামে এক লাইন ম্যানের ৪ টি দোকান রয়েছে।

দোকানীরা জানান, কালাম চাষাঢ়ার ওই এলাকার লাইনম্যান হিসেবে পরিচিত। সে মূলত নেতা ও পুলিশের সাথে সক্ষতা রাখে। পূর্বে এখন থেকে টাকা উত্তোলন করতো কালাম। সে ৪ টি দোকান বসিয়ে ভাড়া আদায় করছে। প্রতিটি দোকান থেকে ২শ’ থেকে ৩শ’ টাকা ভাড়া নিচ্ছে প্রতিদিন। একই ভাবে খোরশেদ নামের আরেকজন নিজে ২ টি দোকান চালাচ্ছে এবং ২ টি দোকান ভাড়া দিয়ে রেখেছে।

এছাড়া আরও অনেকে এখানে অবৈধভাবে দোকান বসিয়ে দৈনিক ভাড়া নিচ্ছেন। শহীদ মিনারের ফুটপাত দখল করে গড়ে উঠা এসব দোকান পুলিশ উচ্ছেদ করে। তবে কয়েকদিনের মধ্যে এসব অবৈধ দখলদাররা ফের দোকান বসিয়ে ফুটপাত দখল করে।

এ প্রসঙ্গে চাষাঢ়া পুলিশ ফাঁড়ির পরির্দশক ওয়াহিদুজ্জামান জানান, এখানে অনেকের সাথে অনেকের সর্ম্পক। অনেকেই ফোন করে তদবির করেন। মানবিক দিক থেকে তাদের উর্পাজনের পথ দোকান থেকেই। তবে কেই যদি দোকান বসিয়ে চাঁদাবাজি করে তাহলে তার বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নিবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।