নিজস্ব প্রতিবেদকঃ
শহরের চাষাঢ়া প্রান্তিক সার্ভিস পাম্প গাড়ির জ্বালানি তেল বিক্রি ও সার্ভিসিংয়ের পাশাাশি ঈদ মৌসুমে আলগা কামাইয়ে মেতেছে। তারা ট্রাক ভাড়া করে সেই ট্রাকে নিন্ম আয়ের মানুষদের পণ্যের মতো বহন করে নিয়ে যায় অন্য জেলায়। এ ধরনের ঝুঁকিপূর্ণ কাজ বছরের পর বছর করলেও আইন শৃঙ্খলা বাহিনীর নজর পরেনি।
প্রতি বছর ঈদ এলেই এ পেট্রোল পাম্প এভাবে যাত্রীকে ঝুঁকিতে ফেলে বাণিজ্য করে।। ট্রাকে যাত্রী নেয়া অবৈধ জেনেও তারা তা মানছে না।
জানা গেছে, এই পাম্প থেকে ট্রাকে করে যাত্রী নেয়া হচ্ছে দীর্ঘদিন ধরে। প্রতি যাত্রীকে ৩ শ’ থেকে ৫ শ’ টাকা ভাড়া দিতে হয় ময়মনসিংহ পযর্ন্ত যেতে। প্রতিটি গাড়িতে অর্ধশতাধিক লোক নেয় চালকরা। লোড ট্রাকে মালের উপর ও চালকের পেছনে করে যাত্রী নেয় তারা। পথে পুলিশ দেখলে লুকিয়ে পড়ে ট্রাকে থাকা যাত্রীরা।
গাড়িতে অবস্থানরত ৭০ বছরের বৃদ্ধা জবেদা বেগম বলেন, তার দুই ছেলেসহ তিনি ট্রাকে করে যাচ্ছেন। তিনি বৃদ্ধা তাই বেশি টাকা দিয়ে তাকে চালকের পেছনে বসার ব্যবস্থা করেছেন ছেলেরা। যাত্রী বিলকিস বেগম বলেন, তার স্বামী ও দুই সন্ত্রান নিয়ে তিনি ট্রাকে যাচ্ছেন। তারা প্রতি বছর ঈদের সময় এভাবে যান। তার স্বামী চালকের সাথে ১৫ শ’ টাকা ভাড়া চুক্তি করেছেন বলে জানান তিনি। চালক সোহেল মিয়া জানান, অল্প টাকা ভাড়া পেয়ে এখান থেকে অনেকেই ময়মনসিংহ যান। প্রান্তিক সার্ভিস পাম্প থেকে ট্রাকে লোক উঠানোর জন্য পাম্প স্টাফদের ২ শ’ টাকা করে দিতে হয়। আরেক চালক বলেন, দূর্ঘটনা বিষয় জেনে শুনেই এই পথের যাত্রীরা ট্রাকে উঠেন। তারা নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে মাল নামিয়ে খালি গাড়ি পাম্পে এনে রাখেন, রাত ১১ টার পর লোক উঠিয়ে ময়মনসিংহের উদ্দেশ্যে যাত্রা করেন।
প্রান্তিক সার্ভিস পাম্পের ক্যাশিয়ার সুমন জানান, বুধবার থেকে ট্রাকে করে লোক উঠানো হচ্ছে। তবে তারা এ বিষয়ে কিছুই জানেন না। তারা এখানে ট্রাক রাখতে দিয়েছেন চালকরা তেল নিয়েছে এ জন্য।
এ প্রসঙ্গে ট্রাফিক পুলিশের পরির্দশক কামরুল ইসলাম জানান, বিষয়টি আমাদের নজরে ছিলো না। আমরা দ্রুত এ বিষয়ে ব্যবস্থা গ্রহন করবো।