আজ বৃহস্পতিবার, ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চাষাঢ়ায় আলোর মিছিল

বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে উদ্যোগে ‘আলোর মিছিল’ করেছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট।

মঙ্গলবার (১৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৫টায় প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হয়ে চাষাঢ়া শহিদ মিনারে এসে এ ‘আলোর মিছিল’ শেষ হয়।

আলোর মিছিলে উপস্থিত ছিলেন জোটের সভাপতি ভবানী শংকর রায়, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি, গণফোরামের জেলা সভাপতি দেলোয়ার হোসেন চুন্নু, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি হাফিজুর রহমান, সমমনার সভাপতি দুলাল সাহা, সাবেক সভাপতি রীনা আহম্মেদ, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়ক তরিকুল সুজন, বাংলাদেশ প্রগতি লেখক সংঘের জেলা সভাপতি মো. জাকির হোসেন, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি প্রদীপ ঘোষ বাবু, সাবেক সাধারণ সম্পাদক অমল আকাশ, যুগ্ম সম্পাদক সাইফুল আলম নান্টু, দপ্তর সম্পাদক অভি জাহিদ, সমগীতের কেন্দ্রীয় সহ-সভাপতি দীনা তাজরিন, উন্মেষের সাবেক সভাপতি সুজয় রায় চৌধুরী বিকু, স্বরধ্বনির প্রতিষ্ঠাতা কবি আহমেদ বাবলু প্রমুখ।

সর্বশেষ সংবাদ