আজ বুধবার, ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চাপমুক্ত তারা

সংবাদচর্চা অনলাইনঃ

চলমান করোনা পরিস্থিতিতে নারায়ণগঞ্জ বিএনপি নেতাকর্মীরা পুরোপুরি চাপমুক্ত আছেন। দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা দলটির নেতাদের এখন আর কোর্টে নিয়মিত হাজিরা দিতে হয় না। করোনা সংক্রমণ রোধে সীমিত পরিসরে আদালতের কার্যক্রম চালানোর বিষয়ে সরকারি নির্দেশ আশায় শুধুমাত্র জেলাহাজতে থাকা কারাবন্দিদের শুনানীর কার্যক্রম চলছে বলে জানা গেছে।

সূত্রানুযায়ী, দেশে করোনা আগমনের আগে প্রধান বিরোধি দল বিএনপি নেতাকর্মীদের দিনের বেশিরভাগ সময় পার করতে হয়েছে আদালত প্রাঙ্গনে। দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকার ফলে প্রায় প্রত্যেকটি নেতাকর্মীর নামেই রয়েছে একাধিক মামলা। যার ফলে প্রতিদিনই কোন না কোন নেতাকর্মীর দেখা মিলতো কোর্টে। তবে এখন আর পুরনোরূপে তাদের দেখা যায় না। কারণ করোনা পরিস্থিতি কারণে কোন নেতাকর্মীকেই এখন আর মামলার হাজিরা দিতে হয় না।

জানা গেছে, ভার্চুয়াল কোর্টে এখন শুধুমাত্র জামিন কার্যক্রম পরিচালনা করা হয়। কোন মামলার এখন আর পূর্বের মতো হাজিরা দিতে হয় না। শুধুমাত্র বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ও বিচারাধীন আসামী যারা কিনা জেলাহাজতে কারাবন্দি তাদের শুনানীর কাজ ছাড়া আর কোন কার্যক্রম পরিচালনা করা হয় না।
বিএনপি একাধিক নেতাকর্মীর সাথে কথা বলে জানা গেছে, দেশে করোনা আগমনের আগে যেই হারে আদালতে সময় দেয়া লাগতো এখন আর সেই অনুপাতে হাজিরা দেয়া লাগে না। মোটামোটি সব কার্যক্রম এখন বন্ধ আছে।

সূত্রমতে, গত ৮ মার্চ দেশে করোনা ভাইরাসে তিনজন রোগী আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়। যাদের মধ্যে দু’জনই ছিলো নারায়ণগঞ্জের। এরপর থেকেই করোনায় আক্রান্তের সংখ্যা বাড়তে থাকে। একপর্যায়ে আইইডিসিআর থেকে পুরো জেলাকে রেডজোন হিসেবে ঘোষণা করা হয়। পরে সরকারি নির্দেশ অনুযায়ী পুরো জেলাকে লকডাউন ঘোষণা করা হয়। সেসময় ব্যবসা-বাণিজ্য, শিল্প প্রতিষ্ঠান, অফিস-আদালত সবকিছুই বন্ধ হয়ে যায়। এরপর ঈদ এবং সাধারণ মানুষের কথা ভেবে লকডাউন শিথিল করে সীমিত পর্যায়ে সবকিছু চালু করতে বলা হয়। একই সাথে ভার্চুয়াল কোর্ট পরিচালনা করার সিদ্ধান্তও আসে। যার কারণে বিএনপির কোন নেতাকর্মীকে পূর্বের ন্যয় এখন আর হাজিরা দিতে হচ্ছে না।

সর্বশেষ সংবাদ