নিজস্ব প্রতিবেদক:
তারার মেলা বসেছিলো রাজধানী ঢাকার যাত্রাবাড়ী এলাকার কাজলারপাড়ে। ছোটবড় শতাধিক শিশুকিশোর, তাদের প্রত্যেকের গলায় ঝুলছিলো ডেলিগেট কার্ড। সুবিধা বঞ্চিত এ সকল শিশুকিশোররাই ছিলো এদিনের অতিথি। সকলের মুখে হাসি, উৎফুল্ল সবাই। রবিবার (২৭ মে) যেন এমনি চিত্র দেখা গেলো ‘চলো হাসি’ এবং মোস্তফা হায়দার শিশুকিশোর সংগঠন আয়োজিত ইফতার অনুষ্ঠানে। চলো হাসি’র এ ইফতার প্রোগ্রামের ডেলিগেট হিসেবে উপস্থিত হয়েছিলো সুবিধা বঞ্চিত কোমলমতি এ সকল শিশু কিশোর।
‘শিশুকিশোর ও শিক্ষার্থীদের সাথে ইফতার’ এ প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিল্পপতি এবং রাজনীতিবিদ আলহাজ্ব শফিকুল ইসলাম দেলোয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় ছড়াকার এবং শিশুসাহিত্যক জগলুল হায়দার, আলহাজ্ব কেএম আব্দুল কারীম (রা:) একাডেমীর চেয়ারম্যান মাওলানা মো: মাহফুজুর রহমান আজহারী, বায়তুর রহমত জামে মসজিদের মোতাওয়াল্লী আলহাজ্ব আজিজুর রহমান সহ অনেকেই।
ইফতার প্রোগ্রামের সভাপতিত্ব করেন মোস্তফা হায়দার শিশুকিশোর সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যন আলহাজ্ব মো: নজরুল ইসলাম, প্রোগ্রাম সঞ্চালনা করেন মোস্তফা হায়দার শিশুকিশোর সংগঠনের পরিচালক আব্দুল্লাহ আল মামুন । স্বাগত বক্তব্য রাখেন ‘চলো হাসি’র প্রধান নির্বাহী মেহেদী স¤্রাট।
অনুষ্ঠানে বক্তারা ‘চলো হাসি’ এবং মোস্তফা হায়দার শিশুকিশোর সংগঠনের উদ্যোগে সুবিধা বঞ্চিত শিশুকিশোরদের নিয়ে এ ধরণের কার্যক্রমকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
প্রধান অতিথি কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব শফিকুল ইসলাম দেলোয়ার বলেন, এদেশের অনেক মানুষ, অনেক শিশুকিশোর এখনো ছিন্নমূল এবং বিভিন্ন ভাবেই সুবিধা বঞ্চিত রয়ে গেছে। তাদের অনেকেই বিভিন্ন কারণে বিপথগামী হচ্ছে, যা দেশ ও জাতির জন্য মারাত্মক হুমকি। সেচ্ছাসেবী সংগঠন ‘চলো হাসি’ এই সকল মানুষদের নিয়ে যে মহত উদ্দেশ্যে কাজ করছে, আমি তাদের আন্তরিক সাধুবাদ জানাই। চলো হাসি’র প্রতিষ্ঠাতা মেহেদী সম্রাটের মতো তরুণরা যদি সমাজের সর্বক্ষেত্রে এরকম দায়িত্বশীলতা নিয়ে এগিয়ে আসে, তাহলে এই দেশ সত্যিকার অর্থেই ‘সোনার বাংলা’য় পরিণত হবে।
বিশেষ অতিথির বক্তব্যে এসময়ের অত্যন্ত জনপ্রিয় ছড়াকার জগলুল হায়দার সুবিধা বঞ্চিত এসব শিশুদের মাদক থেকে এবং সকল ধরণের সামাজিক ক্রাইম থেকে দূরে রাখতে ‘চলো হাসি’ সহ সমাজের সকলকে এগিয়ে আসার আহবান জানান। পাশাপাশি সুবিধা বঞ্চিত মানুষদের নিয়ে ‘চলো হাসি’র বিভিন্ন কর্মকান্ডের প্রশংসা করে তিনি তাদের পাশে থাকারও প্রতিশ্রুতি দেন।
‘চলো হাসি’র প্রধান নির্বাহী মেহেদী স¤্রাট বলেন, আমরা একঝাঁক নিবেদিত প্রাণ, মেধাবী এবং সচ্ছল তরুণের সমন্বয়ে গড়ে তুলেছি ‘চলো হাসি’ নামক একটি সংগঠন। এই সংগঠনটি সুবিধা বঞ্চিত মানুষদের সহযোগিতা দিয়ে পাশে থাকার পাশাপাশি আরো কিছু গুরুত্বপূর্ণ কাজ করতে চায়। পথশিশুদের পুনর্বাসন, আবাসিক শিক্ষার ব্যবস্থাকরণ, কাউন্সেলিং, মাদক এবং ক্রাইম থেকে পুনর্বাসন, কারিগরি ও নৈতিক শিক্ষাপ্রদান সহ বিভিন্ন কর্মকান্ড পরিচালনা করবে চলো হাসি। মেহেদী সম্রাট আরো বলেন, আমরা যারা চলো হাসির ফাউন্ডার তারা সকলেই নিজের টাকায় ঐ সব সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে চেষ্টা করি। আসছে ঈদেও আমরা প্রায় পঞ্চাশ জন শিশুকিশোরকে ঈদ সামগ্রী উপহার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। সকলে প্রার্থনা করবেন, আমরা যেন সবসময় এমনি ভাবে মানুষের সেবায় নিজেদের বিলিয়ে দিতে পারি।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- নাঈম মুরসালীন প্রান্তিক, অনিরুদ্ধ অনিক, মিঠুন সিদ্দিকী মিঠু, সম আলমগীর, শিশির মনির, এসএইচ হৃদয়, ইসমাইল হোসেন অনিক, নাহিদ হাসান হৃদয়, শাকিল আবরার, রেজাউল করিম বিল্লালসহ ‘চলো হাসি’ এবং মোস্তফা হায়দার শিশুকিশোর সংগঠনের সকল স্বেচ্ছাসেবী।