নবকুমার:
একাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন গোলাম দস্তগীর গাজীর স্ত্রী তারাব পৌর সভার মেয়র হাছিনা গাজী । তিনি রূপগঞ্জে নৌকাকে বিজয়ী করা লক্ষ্যে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। নৌকার ভোট চাচ্ছেন। শুক্রবার বিকালে হাছিনা গাজী রূপগঞ্জ উপজেলার চনপাড়া এলাকায় নৌকার পক্ষে গণসংযোগ করেন। গণসংযোগে শত শত নারী ভোটারের ঢল নামে।
এসময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক শীলা রানী পাল, যুব মহিলা লীগের সভাপতি ফেরদৌসী আক্তার,সাধারণ সম্পাদক সেলিনা আক্তার রিতা, বিউটি আক্তার কুট্টি মেম্বার, আওয়ামী লীগ নেতা ফিরোজ ভূইয়া প্রমুখ।