আজ সোমবার, ১লা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চনপাড়ায় ভোটারদের দ্বারে দ্বারে পাপ্পা গাজী

সংবাদচর্চা রিপোর্ট:

আসন্ন কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকাকে বিজয়ী করার লক্ষ্যে নৌকার পক্ষে প্রচারণায় ব্যস্ত সময় পার করেছেন গাজী গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও বিসিবির পরিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পা। তিনি ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, নৌকার পক্ষে ভোট চাচ্ছেন। রবিবার ৩১ অক্টোবর বিকালে তিনি চনপাড়া এলাকায় গণসংযোগ করেন।
তরুণ ভোটাদের নৌকায় ভোট দিতে তিনি উৎসাহিত করেছেন। গণংসংযোগে শত শত মানুষের ঢল নামে। এসময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা সাবেক ছাত্রলীগ সভাপতি আলহাজ্ব তাবিবুল কাদির তমাল, রূপগঞ্জ উপজেলা যুবলীগ সেক্রেটারী মোস্তাফিজুর রহমান শাহীন, মেম্বার প্রার্থী বজলুর রহমান, সেলিনা আক্তার রিতা, যুবলীগ নেতা আনোয়ার হোসেন, নুরে আলম মুনসহ অনেকে।
পরে রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের বড় ছেলে তরুণ শিল্প উদ্যোক্তা গাজী গোলাম মর্তুজা পাপ্পা আওয়ামী লীগ নেতা কর্মীসহ সবাইকে ঐক্যবদ্ধ থেকে নৌকার বিজয় নিশ্চিত করার অনুরোধ জানান।
প্রসঙ্গত ১১ নভেম্বর কায়েতপাড়ায় ইভিএম পদ্ধতিতে কায়েতপাড়ায় ভোটগ্রহণ। চেয়ারম্যান পদে এবার নৌকা প্রতীকে লড়ছেন কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আলহাজ¦ জাহেদ আলী।