আজ রবিবার, ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

গোপন কুঠুরী হতে ফেনসিডিল উদ্ধার

সংবাদচর্চা রিপোর্ট:

পাচারের সময় মোটরসাইকেলের গোপন কুঠুরী হতে ৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে র‌্যাব-১১। গত ১০ আগস্ট সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এ ফেন্সিডিল উদ্ধার করা হয়। এসময় মাদক ব্যবসায়ী শাওন মিল্কী (২০)’কে গ্রেফতার করা হয়। মাদক ব্যবসার কাজে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।

বুধবার ১১ আগস্ট র‌্যাব ১১- এর মিডিয়া অফিসার (আদমজীনগর, নারায়ণগঞ্জ) লেঃ কমান্ডার মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়েছে।

র‌্যাবের এই কর্মকর্তা জানান, গ্রেফতারকৃত আসামী সুকৌশলে মোটর বাইকের গোপন কুঠুরীতে ফেন্সিডিল পরিবহণ করছিল। সে মাদক ব্যবসার সাথে জড়িত আসামী। বেশ কিছুদিন যাবত মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল সে । গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।