সংবাদচর্চা রিপোর্ট:
রূপগঞ্জ উপজেলার গাউছিয়া কাঁচাবাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৪ মে) বিকাল ৫ টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খরব পেয়ে ঘটনাস্থলে পৌছে ফায়ার সার্ভিস ।
জনতার ভিড়ে আগুন নিয়ন্ত্রণে আনতে কিছুটা সমস্যা হয় হয়। এ অগ্নিকান্ডের ঘটনায় প্রায় শতাধিক দোকান পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয়রা জানান, বিকাল ৫ টার দিকে হঠাৎ করে বাজারে আগুন জ্বলে ওঠে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পুরো বাজারে। এতে গাউছিয়া কাঁচাবাজারে মুদি দোকান, ফার্মেসি, কনফেকশনারী, সবজির দোকান, মাংসের দোকান,চাউলের দোকানসহ শতাধিক দোকান পুড়ে যায়। খবর পেয়ে পূর্বাচল , কাঞ্চন, ডেমরা ও আড়াইহাজার ফায়ার সার্ভিসের ৬ টি ইউনিট সোয়া ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে । তাতে বিপুল পরিমাণ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
গাউছিয়া কাঁচাবাজারের মুদি ব্যবসায়ী শহিদুল্লাহ বলেন, আমার নগদ এক লাখ টাকা এবং দশ লাখ টাকার মালামাল পুড়ে ছাই।
ইমরুল নামে এক ঔষুধ বিক্রেতা বলেন, আমার পনের লাখ টাকার ঔষধ পুড়ে ছাই। আমার অনেক সর্বনাশ হয়ে গেছে, এখন আমার আর কিছু নেই।
এ বিষয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারি পরিচালক মোঃ আব্দুল আল আরিফিন বলেন, খবর পেয়ে প্রথমে কাঞ্চন ফায়ার সার্ভিসের ২টি ইউনিট পাঠানো হয়। পরবর্তীতে আড়াইহাজার, ডেমরা ফায়ার সার্ভিসের আরো ৪টি ইউনিট পাঠানো হয়। তবে প্রাথমিকভাবে অগ্নিকান্ডের কারণ এবং ক্ষতির পরিমাণ কি সে বিষয়ে বিস্তারিত বলা যাচ্ছে না।