সংবাদচর্চা ডেস্ক: প্রধানমন্ত্রীর বিশেষ আমন্ত্রণে গতকাল বিকেলে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের সদস্যরা স্বপরিবারে গণভবণে শেখ হাসিনার সাথে সাক্ষাত করেছেন।
গণভবনে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের সদস্য হিসেবে নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী স্বপরিবারে প্রাধানমন্ত্রীর সাথে সাক্ষাত করে। গণভবনের সবুজ মাঠে অতিথিদের বসার জায়গা করা হয়। আপ্যায়নের জন্য পরিবেশন করা হয় বিভিন্ন ধরনের খাবার।
জানা গেছে প্রধানমন্ত্রী গণভবণের মাঠে প্রবেশ করলে গোলাম দস্তগীর গাজীর সাথে বেশ কিছু সময় একান্ত কথা বলেছেন।
এ সময় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার শুভেচ্ছা বক্তব্য রাখেন। শুভেচ্ছা পর্ব শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।