নিজস্ব প্রতিবেদক:
সদ্য কারামুক্ত নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক ও কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের নেতৃবৃন্দ।
শুক্রবার রাতে মাসদাইরে কাউন্সিলর খোরশেদের কার্যালয়ে শ্রমিকদলের নেতাকর্মীরা ফুল নিয়ে আসলে ফুল গ্রহণ না করে শ্রমিকদলের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আগে ফুল গ্রহণ নয়।
নেতাকর্মীদের উদ্যেশে কাউন্সিলর খোরশেদ বলেন, এই ফ্যাসিবাদী সরকারের কারাগার থেকে ‘গনতন্ত্রের মাতা’ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করাই আমাদের একমাত্র লক্ষ্য। তাই আগামী দিনে কেন্দ্রীয় ঘোষিত সকল কর্মসূচীতে অংশগ্রহন করার আহবান জানান।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর শ্রমিকদলের নেতা ফারুক হোসেন, সেলিম মিয়া, বিল্লাল হোসেন, জামাল সর্দার, ইউসুফ মিয়া ও সেলিম হোসেনসহ শতাধিক নেতাকর্মী।
এছাড়াও মহানগর ছাত্রদলের সদ্য সাবেক যুগ্ম আহবায়ক অপুর নেতৃত্ব একদল নেতাকর্মী কাউন্সিলর খোরশেদের সাথে সৌজন্য সাক্ষাত ও মত বিনিময় করেন।