আজ শুক্রবার, ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হয়নি:

কারা হেফাজাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার কোনও অবনতি হয়নি বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

সোমবার দুপুরে বিএসএমএমইউ কর্তৃপক্ষ এক ব্রিফিংয়ে এ তথ্য জানায়।

এ সময় বলা হয়, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসকার জন্য গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা তার কক্ষে গিয়ে তার সঙ্গে দেখার করার সুযোগ পান না। প্রায়ই তারা দীর্ঘ সময় অপেক্ষা করার পর ভেতরে ঢুকার অনুমতি না পেয়ে সেখান থেকে ফিরে আসেন।
আরও বলা হয়, আর্থাইটিসের চিকিৎসার জন্য খালেদা জিয়াকে আমাদের আন্তর্জাতিক মানের চিকিৎসকরা যেসব পরামর্শ দিয়েছেন, সেসব বিষয়ে তিনি কোনও সাড়া দেননি। তাই তাকে আগের ব্যবস্থাপনায় চিকিৎসা দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত খালেদা জিয়া এ বছরের এপ্রিল মাস থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।