আজ শনিবার, ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

খালেদার গাড়িবহরে হামলায় নারায়ণগঞ্জের ছাত্রদল নেতারা আহত

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহর কক্সবাজার থেকে ফেরার পথে ফেনী মহিপালে পৌঁছানোর পর আবারো সন্ত্রাসীরা হামলা ও বোমা ফাটিয়েছে অজ্ঞাতরা। মঙ্গলবার ২১ অক্টোবর এ ঘটনা ঘটে। এ হামলায় গাড়িবহরে যাওয়া নারায়াগঞ্জের ছাত্রদলের একটি দল আহত হয়েছে।

আহত হওয়াদের মধ্যে রয়েছে সোনারগাঁ থানা ছাত্রদল নেতা মশিউর রহমান শান্ত, আল-আমিন অভি, মিজানুর, হাসান, শুভ শরীফ, আদনান সজল, মাজহারুল, সোহান ও মাসুম।

আহতরা জানান, মহিপাল ফিলিং স্টেশনের বিপরীত দিক থেকে অজ্ঞাত ২০/২৫ লোক গাড়ি লক্ষ করে পেট্রোল বোমা নিক্ষেপ করে এবং গুলি ছোড়ে। বিকেল ৪টা ৪০ মিনিটে এ হামলার ঘটনা ঘটে।

আহত মশিউর রহমান শান্ত জানান, হামলার জন্য আমাদের ঠিক সামনের গাড়িতেই ককটেল নিক্ষেপ করা হয়। এ সময় হামলার জন্য লাঠিসোটা নিয়ে গাড়িবহরে অজ্ঞাতরা ঢুকে পড়লে ফেনী ছাত্রদল, কেন্দ্রীয় ছাত্রদল ও আমরা গাড়ি থেকে নেমে তাদের প্রতিহত করে তাদেরকে ধাওয়া করলে হামলাকারীরা পিছু হটে। পড়ে ম্যাডামের গাড়ি নিরাপদে হামলার স্থান ত্যাগ করে।