বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো না। তাই উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেয়ার জন্য দাবি জানিয়েছেন তার স্বজনরা।
শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে খালেদা জিয়ার সঙ্গে
সাক্ষাত শেষে তার বোন সেলিমা ইসলাম বলেন, উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে আমরা বিদেশে পাঠাতে চাই। সরকারের কাছে জামিনের জন্য অনুরোধ জানাচ্ছি।
এর আগে খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে পরিবারের ৬ সদস্য বিএসএমএমইউতে যান। সাক্ষাৎ করতে যাওয়া স্বজনদের মধ্যে রয়েছেন- খালেদা জিয়ার মেঝ বোন বেগম সেলিমা ইসলাম, খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের স্ত্রী জোবায়দা রহমানের বড় বোন শামীম আরা বিন্দু, খালেদা জিয়ার ভাইয়ের স্ত্রী কানিজ ফাতেমা, খালেদা জিয়ার ভাইয়ের ছেলে অভিক ইস্কান্দারসহ ছয়জন।
গত ১১ অক্টোবর প্রায় সোয়া এক ঘণ্টা পরিবারের ছয় সদস্য খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন।
উল্লেখ্য, গত বছরের ৮ ফেব্রুয়ারির থেকে কারাবন্দি রয়েছেন খালেদা জিয়া। চিকিৎসার জন্য এপ্রিলের ১ তারিখে বিএসএমএমইউ হাসপাতালে তাকে ভর্তি করা হয়।