আজ সোমবার, ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

কড়ইতলা জুয়ার আস্তানায় অভিযান

নিজস্ব প্রতিবেদক:

ফতুল্লার সৈয়দপুর কড়ইতলা এলাকায় অবৈধ জুয়ার আস্তানায় অভিযান পরিচালনা করেছে র‌্যাব-১১। অভিযানে ৯ জন জুয়াড়ি’কে হাতে-নাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন মোঃ মাসুদ মিয়া (৫৫), মোঃ মামুন (৩২), মোঃ আরশাদ মিয়া (৫৮), মোঃ বাবুল মিয়া (৪০), মোঃ শাহিন শেখ (৪৪), হযরত আলী (৫৭), মোঃ জাহাঙ্গীর (৪২), মোঃ তাওলাদ হোসেন (৩৮), মোঃ সোহেল (৪৫)।

গত ৯ জুলাই রাতে তাদের গ্রেফতার করা হয়। এসময় জুয়া খেলার সরঞ্জামাদি ও নগদ ১৭,৩০০/-টাকা উদ্ধার করা হয়।

র‌্যাব জানিয়েছে ফতুল্লা থানাধীন সৈয়দপুর কড়ইতলা এলাকায় কখনো গোপনে আবার কখনো কখনো প্রকাশ্যে চলতো এই জুয়ার আসর। নিষিদ্ধ জুয়ার আস্তানা বন্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।জুয়াড়িদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।