আজ রবিবার, ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে আন্তজার্তিক মানের ক্রিকেট স্টেডিয়াম হবে – গাজী গোলাম মর্তুজা পাপ্পা

ক্রিকেট স্টেডিয়াম

 

ক্রিকেট স্টেডিয়াম

নিজস্ব প্রতিবেদক:
রুপগঞ্জে আন্তজার্তিক মানের ক্রিকেট স্টেডিয়াম হবে বলে জানিয়েছেন গাজী গ্রুপ, যমুনা ব্যাংক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডর পরিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পা।

বৃহস্পতিবার (১২ এপ্রিল) রূপগঞ্জের আলমপুর বালুর মাঠে পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গাজী গোলাম মূর্তজা পাপ্পা আরও বলেন, আমি এবং আমার পরিবার ক্রিকেটের উন্নয়নের লক্ষে কাজ করে যাচ্ছি। আমাদের গাজী গ্রুপ

২২টি ক্লাব পরিচালনা করে। রুপগঞ্জের কোন ছেলে যদি ক্রিকেট খেলতে চায় তাকে উন্নত প্রশিক্ষনের ব্যবস্থা করে দিবো।
এসময় তিনি আরও বলেন, খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখা সম্ভব।
আলমপুর ক্রিকেট একাদশের উদ্যোগে ৬ষ্ঠ বার্ষিক ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরন অনুষ্ঠানে শী শেল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোঃ আমান উল্লাহ আমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ছিলেন, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি লায়ন মীর আব্দুল আলীম।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ভিপি সাহারিয়া পান্না সোহেল, আওয়ামীলীগ নেতা আব্দুল্লাহ আল মামুন, মোতাহার হোসেন নাদিম, মামুন ভূইয়া, আক্তার ভূইয়া, মোমেন ভূইয়া, ডিপটি, ফয়সাল শিকদার, মইন আহমেদ, আব্দুল্লাহ, রাতুল আহমেদ খোকন, মাছুম,সজীব প্রমুখ।
ফাইনাল খেলায় সুলপিনা স্বর্ণলতা একাদশকে ১৪ রানে পরাজিত করে জয়ী হয়েছেন আলমপুরা ক্রিকেট একাদশ। বিজয়ীদের ফ্রিজ আর রানার্সআপকে এলইডি টিভি দেয়া হয়।