আজ শুক্রবার, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কেউ কথা রাখে নি : আইভী

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র আইভী বলেছেন ,আমি যখন ‘২০০৬ এর দিকে চারুকলায় যুক্ত হলাম তখন ছিল চরম বিশৃঙ্খলা। এখন এটায় শৃঙ্খলা ফিরেছে। এখানে এক সময়ে বস্তি ছিল। তত্ত্বাবধায়ক সরকার, বিএনপি সরকার, আওয়ামী লীগ সরকারের কাছে এটা উচ্ছেদের জন্য আমি ৪০টি চিঠি দিয়েছিলাম। তাদের কেউ কথা রাখে নি। ৪০-৫০টা চিঠি দিয়ে এত ঘুরাঘুরি করে যখন আমি কিছুই করতে পারলাম না। তখনই এটার টেন্ডার দিলাম পার্কের জন্য। তারপর এটাকে বন্ধ করার জন্য রেলওয়ের মাধ্যমে মামলা করা হলো, ঠিকাদারকে ধরে নেওয়া হলো। স্লিপার চুরি আর গাছ চুরির মামলা দেওয়া হলো। এই মামলা চার বছর চলল। দুই মাস আগে ঠিকাদাররা খালাস পেয়েছে। আমাদের বড় ভাইরা এই কাজ করেছে। তাদের নাম আমি বলতে চাই না। কিন্তু কাজ বন্ধ করি নাই।

রবিবার ১ সেপ্টেম্বর রোববার দুপুরে শহরের দেওভোগে চারুকলার বর্তমান প্রতিষ্ঠান প্রাঙ্গনে ওই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

৮ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে তিন তলা  নারায়ণগঞ্জ চারুকলা ইন্সটিটিউটের আধুনিক বহুতলা ভবন নির্মান হবে।

নারায়ণগঞ্জ চারুকলা ইন্সিটিটিউটের গভর্নিংবডির সভাপতি আহসানুল কবির চৌধুরীর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন ফ্রান্স সরকার কর্তৃক নাইট উপাধি প্রাপ্ত শিল্পী শাহাবুদ্দিন আহমদ, শিল্পাচার্য জয়নাল আবেদিনের ছেলে প্রকৌশলী ময়নুল আবেদীন, চারুকলা সংসদের সভাপতি শিল্পী জামাল আহমেদ, জাতীয় পুরষ্কার প্রাপ্ত শিল্পী সামসুদ্দোহা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অংকন ও চিত্রায়ন বিভাগের বিভাগীয় প্রধান শিল্পী শিশির ভট্টাচার্য, নারায়ণগঞ্জ চারুকলা ইন্সিটিটিউটের অধ্যক্ষ মো. সামছুল আলম, প্রতিষ্ঠাতা সদস্য মনোয়ার হোসেন, দাতা সদস্য রফিউর রাব্বি প্রমুখ।