আজ বৃহস্পতিবার, ১৪ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কৃষকলীগের বড় পদে নারায়ণগঞ্জ

ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ কৃষকলীগের ১১১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রস্তাবিত পূর্ণাঙ্গ কমিটির সম্মতি দিয়েছে।

গতবছর সম্মেলনে সভাপতি কৃষিবিদ সমীর চন্দকে এবং উম্মে কুলসুম স্মৃতিকে সাধারণ সম্পাদক করে কৃষক লীগের দুই সদস্যের কমিটি ঘোষণা করা হয়। এরপর নতুন কমিটির সভাপতি ও সেক্রেটারী পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয়। নতুন কমিটির সাংগঠনিক সম্পাদক হয়েছেন কৃষিবিদ ড. হাবিবুর রহমান মোল্লা (নারায়ণগঞ্জ)।