আজ সোমবার, ১লা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কায়েতপাড়া ৬ নং ওয়ার্ডে আনন্দ মিছিল

সংবাদচর্চা রিপোর্ট:

রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করায় গতকাল বুধবার আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে কায়েতপাড়া ৬ নং ওয়ার্ডের মেম্বার মানিক আহমেদসহ স্থানীয় নেতৃবৃন্দ। এসময় কায়েতপাড়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক দিল মোহাম্মদ,ইউনিয়ন ছাত্রলীগের সহসাধারণ সম্পাদক পাভেল, সাংগঠনিক সম্পাদক ফরহাদ ফেরদৌস , ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা রশিদ মিয়া,নওয়াব আলী মিয়া ,ছাত্রলীগ নেতা আসিফ,মাসুদ,হাসিব উপস্থিত ছিলেন।
ইউপি সদস্য মানিক আহমেদ বলেন, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি মাননীয় বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক মহোদয় , সহ-সভাপতি গাজী গোলাম মর্তুজা পাপ্পা ভাই এবং সদস্য তারাব পৌরসভার মেয়র হাছিনা গাজী কে শুভেচ্ছা ও অভিনন্দন। তাদের নেতৃত্বে রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগ আরও শক্তিশালী হবে।
পাড়াগাও বাজার থেকে একটি মিছিল বের হয়ে ইছাখালী মজ্জাবাড়ীর সামনে এসে শেষ হয়।
ইউনিয়ন ছাত্রলীগ নেতা পাভেল বলেন – নবগঠিত কমিটিতে সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি অপু ভাই ও সজীব ভাইকে রাখায় আমরা আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই গাজী পরিবারকে।