আজ শনিবার, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কায়েতপাড়া ইউপি চেয়ারম্যানকে সংবর্ধনা

সংবাদচর্চা রিপোর্ট:

রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জাহেদ আলীকে সংবর্ধনা দেয়া হয়েছে। ভারতের চেন্নাইয়ে দীর্ঘতিন মাস চিকিৎসা শেষে শুক্রবার ২৯ জুলাই দেশে ফেরার পর বিমানবন্দরে তাকে এ সংবর্ধনা দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ( ওয়ান) মোহাম্মদ বজলুর রহমান, ইউপি সদস্য মোয়াজ্জেম হোসেন, সুরুজ মিয়া, সেলিনা আক্তার রিতা, মতিন ভুঁইয়া, ওমর ফারুক ভুঁইয়া , মানিক মিয়া, কায়েতপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আলমগীর হোসেনসহ অনেকে।

এসময় সাংবাদিকদেরকে ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মোহাম্মদ জাহেদ আলী বলেন, সকলের দোয়ায় আমি সম্পূর্ন সুস্থ হয়েছি। মাননীয় বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক মহোদয় আমাকে বুকে টেনে নিয়ে যে দোয়া করে দিয়েছিলেন তা স্মরণীয় হয়ে থাকবে। তিনি আমার অভিভাবক। চনপাড়া শেখ রাসেলনগর ইমাম ঐক্যপরিষদকে ধন্যবাদ তারাও আমার জন্য দোয়া করেছেন।