সংবাদচর্চা রিপোর্ট:
বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ উপলক্ষে কায়েতপাড়া ইউনিয়ন যুবলীগের উদ্যোগে গতকাল কায়েতপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
কায়েতপাড়া ইউনিয়ন যুবলীগ সভাপতি আশিক ইকবালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোস্তফা আল হোসাইন রাসেল এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ- সভাপতি ইঞ্জি. শেখ সাইফুল ইসলাম, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব জায়েদ আলী, আওয়ামী লীগ নেতা মতি আকন্দ, কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো:বজলুর রহমান, রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মাহাবুবুর রহমান মেহের, রূপগঞ্জ উপজেলা যুবলীগ সভাপতি কামরুল হাসান তুহিন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন, রূপগঞ্জ উপজেলা সাবেক ছাত্রলীগ সভাপতি আলহাজ্ব তাবিবুল কাদির তমাল, উপজেলা মহিলা লীগ সাধারণ সম্পাদক শীলা রানী পাল, রূপগঞ্জ উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সেলিনা আক্তার রিতা, কায়েতপাড়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক নাদীম হাসান অপু, কায়েতপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক নাজমুল খন্দকার জয়, কায়েতপাড়া ইউনিয়ন যুবলীগ সাংগঠনিক সম্পাদক দিলু, ইসমাইল হোসেন, চনপাড়া শেখ রাসেল নগর ইউনিয়ন যুবলীগ সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আবিদ হাসান চানমিয়া, নারী নেত্রী জোসনা বেগম, আরজুদা, শারমীন আক্তার, মলি।
সভায় বক্তারা বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে বঙ্গবন্ধুর অবদানের কথা তুলে ধরেন। এছাড়া বক্তারা জায়েদ আলীকে আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়ার দাবি করেন।