Monday , July 23 2018

কাশীপুরে আবারও উল্টে গেল ট্রাক, দীর্ঘ যানজট

ফতুল্লা প্রতিনিধি : ফতুল্লার কাশীপুরে নির্মাণাধীন ব্রীজের কাছে আবারও মালবাহী একটি ট্রাক উল্টে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। গতকাল রোববার ভোরে ট্রাকটি উল্টে যাবার শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, ভোরে হঠাৎ বিকচ শব্দে ঘুম ভেঙ্গে যায়। ভারী কিছু পড়ার শব্দে রাস্তায় দৌড়ে এসে তারা দেখেন বাঁশ বহনকারী একটি ট্রাক উল্টে রাস্তার পাশে পড়ে রয়েছে। তবে শীতের সকালে ওই সড়কে কেউ বের না হবার কারণে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
স্থানীয়রা জানান, এর আগেও ঠিক এ স্থানে আরও কয়েকটি ট্রাক উল্টে গিয়েছিল। সকালে পুলিশ রেকার লাগিয়ে ট্রাকটিকে উদ্ধারের কাজ শুরু করে। এদিকে কয়েক ঘণ্টা সড়কটি অচল থাকার কারণে রাস্তার দুই দিনে কয়েক কিলোমিটার ব্যাপী যানজটের সৃষ্টি হয়।

প্রতি মুহুর্তের খবর পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *