আজ বৃহস্পতিবার, ৩০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কাশিপুরে বাল্য বিবাহ বন্ধ

Nahida Barik

সংবাদচর্চা অনলাইনঃ

ফতুল্লা কাশিপুরে মেয়ের বাবা মাকে বুঝিয়ে বাল্যবিবাহ বন্ধ করেন ইউএনও নাহিদা বারিক। শুক্রবার ইউএনও নাহিদা বারিকের হস্তক্ষেপে বাল্য বিবাহটি তাৎক্ষণিকভাবে বন্ধ করা হয়। কাশিপুর ইউনিয়নের দেওয়ানবাড়ী এলাকার মন্ডলবাড়ীতে এই ঘটনা ঘটে।

এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা বারিক জানান, মন্ডলবাড়ীতে বাল্য বিয়ের আয়োজনের সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই। তারপর পাত্রীর বাবা ও মাকে বাল্য বিবাহের কুফল সম্পর্কে তাদের ভালো ভাবে বুঝানোর পর তারা তাদের ভুল বুঝতে পেরে প্রতিজ্ঞা করেন যে তারা তাঁদের মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে দিবেন না। তারপর এ সময় পাত্রী পক্ষের পরিবার ও স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে বাল্য বিবাহটি তাৎক্ষণিকভাবে বন্ধ করা হয়।