আজ শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কাশিপুরে ইজিবাইক চালক খুন

ফতুল্লায় টিপু হাওলাদার (২৫) নামে এক ইজিবাইক চালককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা । শনিবার (৪ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে ফতুল্লার কাশিপুর ইউনিয়নের চর কাশিপুর এলাকায় এ ঘটনা ঘটে। এসময় নিহতের  ব্যাটারিচালিত ইজিবাইক ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা।  এ ঘটনায় নিহত টিপুর বড় ভাই টিটু হাওলাদার (৩০) বাদী হয়ে ফতুল্লা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। বিষয়টি সংবাদচর্চাকে নিশ্চিত করেছেন ফতুল্লা থানার ওসি  আসলাম হোসেন। তিনি জানান ,  এখনও কাউকে গ্রেফতার করা হয়নি, তবে গ্রেফতারের চেষ্টা চলছে।

জানা গেছে , নিহত টিপু বরিশাল জেলার সাহেবের হাট থানার দিদারপুর গ্রামের মুনসুর আলীর ছেলে। তিনি ফতুল্লার ভোলাইল এলাকায় মামুনের বাড়িতে ভাড়া থেকে ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

অপর একটি সুত্রে জানা গেছে, টিপুকে ছুরিকাঘাত করে তার ব্যাটারিচালিত ইজিবাইকটি ছিনিয়ে নিয়ে যায় ছিনতাইকারীরা। এসময় আশপাশের লোকজন আহতাবস্থায় চালক টিপুকে উদ্ধার করে শহরের খানপুর হাসপাতালে নিলে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত টিপু হাওলাদারের পিঠে ও কোমরের কাছে দুটি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।