আজ সোমবার, ২৭শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কাঞ্চনে গৃহবধূ সুরাইয়ার লাশ উদ্ধার

সংবাদচর্চা রিপোর্ট:

রূপগঞ্জের কাঞ্চন পৌরসভার কেন্দুয়া হালুয়ারটেক এলাকায় গৃহবধূ সুরাইয়া আক্তারের (২৩) লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সকালে তার লাশ উদ্ধার করা হয়।

পরে লাশ নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ব্যাপারে সুরাইয়া আক্তারের (২৩) পিতা রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছে। নিহত সুরাইয়া আক্তার গাজীপুর জেলার কালীগঞ্জ থানার বাহাদুর সাদি এলাকার আলমগীর হোসেনের মেয়ে।

সুত্রের খবর সুরাইয়া প্রেম করে অহিদ মিয়াকে বিবাহ করেছিলো। তার স্বামী তাকে খুব নির্যাতন করেছে।

এব্যাপারে রূপগঞ্জ থানার ওসি এএফএম সায়েদ বলেন, ধর্ষণের পর হত্যা এ রকম কিছু জানা যায়নি। গৃহবধূর স্বামী পলাতক রয়েছে। গৃহবধূর বাবা আমাদেরকে জানিয়েছে তাদের স্বামী-স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব ছিলো।