আজ সোমবার, ২৫শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

কাজী মনির দিপু মান্নানসহ বিএনপির দেড়শ’ নেতাকর্মীর জামিন

নাশকতা মামলায় পুনঃজামিন পেয়েছেন জেলা বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামান মনির, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান দিপু ভূঁইয়া, সোনারগাঁ থানা বিএনপির সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম মান্নান, রূপগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি মাহফুজুর রহমানসহ বিএনপির দেড় শতাধিক নেতাকর্মী।

মঙ্গলবার (৯ জুলাই) সকালে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ মোহাম্মদ আনিসুর রহমানের আদালত এই জামিন মঞ্জুর করেন।

আসামি পক্ষের আইনজীবী মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি এড. সাখাওয়াত হোসেন খান জানান, নারায়ণগঞ্জের বিভিন্ন থানার নাশকতা মামলায় বিএনপির কেন্দ্রীয় সদস্য দিপু ভূঁইয়া, মান্নান ও কাজী মনিরসহ বিএনপির দেড় শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়। এই মামলায় পুনঃজামিনের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।