আজ বৃহস্পতিবার, ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কাজী মনিরের নির্দেশে রূপগঞ্জে হামলা, লুটপাটের প্রতিবাদে বিক্ষোভ

সংবাদচর্চা রিপোর্ট:

বিএনপির কার্যনির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামানের নির্দেশে রূপগঞ্জে হামলা, ভাংচুর, সন্ত্রাস, চাঁদাবাজি, নৈরাজ্য ও লুটপাটের প্রতিবাদে  ২১আগষ্ট বুধবার মুড়াপাড়া ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষোভকারীরা মুড়াপাড়া মঙ্গলখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে শুরু করে মুড়াপাড়া বাজার হয়ে আরএফএল ফ্যাক্টরীর সামনে তারা সমাবেশ করে। সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপি নেতা আলহাজ্ব মোঃ রমজান আলী।
সভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা আব্দুল জলিল, আব্দুল মান্নান পারভেজ, মাকতুম আহম্মেদ মবিন ভুঁইয়া, কাজী কামাল, হাজী আমানউল্লাহ, আল-আমিন হোসেন, মোমেন ভুঁইয়া, মেহেদী হাসান রিপন, দেলোয়ার হোসেন প্রধান, আব্দুল কাদির, আনোয়াার হোসেন, আমজাদ হোসেন, জিয়াউল হাসান প্রমুখ।
সভায় বক্তারা বলেন, হামলা, ভাংচুর, সন্ত্রাস, চাঁদাবাজি, নৈরাজ্য ও লুটপাট করা যাবে না। সংখ্যলঘুদের সঙ্গে বন্ধুসুলভ আচরণ করতে হবে। সকলের নিরাপত্তা ও শান্তির জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। রাজনৈতিক প্রতিহিংসা ভুলে গিয়ে মানুষের সেবায় প্রত্যেককে নিয়োজিত থাকতে হবে।
পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্য দোয়া এবং বৈষম্যকারী ছাত্র-জনতার আন্দোলনে সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।