আজ বুধবার, ২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কাউন্সিলর দিনার সহযোগিতায় প্রতিবন্ধির স্ত্রী পেল পুত্র সন্তান

নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সংরক্ষিত মহিলা কাউন্সিলর আয়েশা আক্তার দিনার সহযোগিতায় সিদ্ধিরগঞ্জ ৮ নম্বর ওয়ার্ড ভূইয়া পাড়া এলাকায় এক অসহায় মায়ের কোলে জন্ম নিলো পুত্র সন্তান। সোমবার সকালে সিদ্ধিরগঞ্জে এ ঘটনা ঘটে।

আয়েশা আক্তার দিনা জানান, অসহায় মহিলাটি শিপন ভ’ইয়ার বোনের বাড়িতে ভাড়া থাকেন। সকালে তার প্রসব ব্যাথা শুরু হয়। মহিলার স্বামী বোবা এবং দিন মজুর। করোনা ভাইরাসের কারনে তার স্বামী কর্মহীন হয়ে পরে। যার কারনে ডেলিভারি করানোর মত খরচ তাদের কাছে নেই। এখানে আপনজন বলতে তাদের কেও নাই। মহিলার প্রসব ব্যাথা শুরু হলে শিপন ভুইয়া আমাকে জানান। আমি অসুস্থ্য থাকায় আমার টিমের সহায়তায় প্রসূতি নারাীকে নিয়ে ৮ নম্বর ওয়ার্ড চৌধুরী বাড়ী বাস্ট্যান্ড সংলগ্ম আলিফ জেনারেল হাসপাতালে নিয়ে যাই। আলিফ জেনারেল হাসপাতালের মালিক এমদাদুল হক জসিম ভাইকে বলে দেই আমার টিম এক অসহায় গর্ভবতী নারীকে নিয়ে গেছে তার ডেলিভারী করাতে হবে। এর জন্য যা খরচ লাগে আমি দিব।

তিনি আরো বলেন, রোগীর আল্ট্রাসনোগ্রাম করে জসিম ভাই আমাকে বলেন, আমরা অবশ্যই চেস্টা করবো প্রথমে নরমাল ডেলিভারি করাতে। যদি তা সম্ভব না হয় তাহলে সিজারে যাব। অকারনে সিজার করার দরকার নাই। আল্লাহর রহমতে আলিফ জেনারেল হাসপাতালের ডাক্তার নার্সদের সহোযোগিতায় গর্ভবতী নারীর নরমাল ডেলিভারি করাতে তারা সক্ষম হন। এবং জন্ম নিলো একটি ফুটফুটে পুত্র সন্তান। আমাকে জসিম ভাই বলেন ডেলিভারী সম্পন্ন হয়েছে মা ও সন্তান দুজনই সুস্থ্য আছে। আমরাও আপনার এই মহৎ কাজের অংশীদার হতে চাই, তাই আপনাকে এই ডেলিভারির কোন বিল দিতে হবে না। আমার নারী টিম মা ও নবজাতককে তাদের বাসায় পৌছে দিয়ে আসে। এছাড়া ও এই মা ও শিশু সহ তার পরিবারের এক মাসের খাবার বাচ্চার দুধ প্রসূতি মায়ের পুষ্টিকর খাবার সহ প্রয়োজনীয় ঔষধ তার বাসায় পৌঁছে দেওয়া হবে। আমার টিমের যারা ছিলেন তারা হলেন আমার ভাই দীপু,ভাতিজা সোয়েব,নাসিমা বেগম,মনি বেগম ও আছিয়া বেগম। তিনি সবাইকে এই মহামারীতে প্রত্যেকের আশেপাশের গর্ভবতী মায়েদের একটু খোজ খবর রাখার আহবান জানান।