আজ মঙ্গলবার, ২৬শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

কর অঞ্চলকে উড়িয়ে দিলো জেলা পুলিশ

নারায়ণগঞ্জ জেলা পুলিশ বনাম নারায়ণগঞ্জ কর অঞ্চলের মধ্যকার  প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২০ শ্রাবন, ৪ আগস্ট) বিকালে নারায়ণগঞ্জ পুলিশ লাইন্স মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।  জেলা পুলিশের পক্ষে অধিনায়কত্ব করেন পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ, বিপিএম(বার), পিপিএম(বার) এবং কর অঞ্চল টিমের অধিনায়কত্ব করেন মোঃ সাজেদুল ইসলাম, উপ-কর কমিশনার। খেলায় পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ, বিপিএম(বার), পিপিএম(বার) করেন ০১ টি গোল এবং কনস্টেবল মোমিন ০১ টি, সন্দীপ ০১ টি, আহসান ০১ টি করে গোল করেন। জেলা পুলিশ নারায়ণগঞ্জ ৪-০ গোলে কর অঞ্চল নারায়ণগঞ্জকে উড়িয়ে দিয়েছে।   এসময় উপস্থিত ছিলেন,  উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ কর কমিশনার মোহাম্মদ নাজমুল করিম, অতিরিক্ত কর কমিশনার  আব্দুর সবুর সহ যুগ্ম কর কমিশনারগন।