আজ বৃহস্পতিবার, ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কর্মীদের জামিন করালেন নাসির

টি.আই.আরিফ

সম্প্রতি রূপগঞ্জ থানা দায়ের হওয়া একটি মামলায় হাইকোর্ট থেকে জামিন (বেল) পেয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ¦ নাসির উদ্দিনের ৫ জন কর্মী। গতকাল তারা জামিন পায়। জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ¦ নাসির উদ্দিন। জামিন প্রাপ্তরা হলেন, বিএনপি নেতা আক্তার হোসেন ভূইয়া, আল-আমিন বাবু, আলী আকবর, মামুন মিয়া, বাসেদ আলী। সুত্রের খবর কর্মীদের জামিন করাতে একজন অভিজ্ঞ আইনজীবীর সাথে পরামর্শ করেন নাসির উদ্দিন । তিনি অনেক চেষ্টা করে তাদেরকে হাইকোর্ট থেকে জামিন করাতে কাজ করেন।

অপর এক সুত্রের খবর বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান দীপু তার কর্মীদের ওই মামলা থেকে এখন পর্যন্ত জামিন করাতে পারেনি। কর্মীরা বলছে তিনি অনেকটা পিছিয়ে গেলেন।