আজ সোমবার, ২৫শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ ছাত্রদল নেতা শাহেদের

নিজস্ব সংবাদদাতা

নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সভাপতি শাহেদ আহমেদের জন্মদিন উপলক্ষে নগরীতে কর্মহীন মানুষের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (৮ মে) বিকেলে শহরের খানপুর এলাকায় বিভিন্ন শ্রেণীর পেশার কর্মহীন মানুষের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি। এসময় দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

জন্মদিনের এই দিনটিকে করোনায় কর্মহীন মানুষের জন্য উৎসর্গ করে শাহেদ আহমেদ বলেন, বাংলাদেশ সহ পুরো বিশ্ব আজ করোনা প্রকোপে বিপর্যস্ত। এই মুহুর্তে মানুষ হিসেবে সকলেরই অসহায়দের পাশে দাঁড়ানো উচিৎ। আমরা ছাত্রদলের কর্মীরা যতটুকু সম্ভব মানুষের পাশে থাকার চেষ্টা চালাচ্ছি। সামর্থ্য অনুযায়ী আমাদের এই কার্যক্রম আমরা আগামীতেও অব্যহত রাখার চেষ্টা করবো।

এসময় উপস্থিত ছিলেন, মহানগর ছাত্রদলের সহ- সভাপতি শাহীন শরীফ, যুগ্ন-সম্পাদক মো. জসীম উদ্দীন আলী (রিকসন), মো: মাসুদ, জহিরুল হারুন, যুগ্ম সাধারন সম্পাদক কাজী নাহিসুল ইসলাম সাদ্দাম, আরিফ খান, মো. রিকসন, আব্দুল কাদের, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম সজিব ও সদর থানা নেতা সিমান্ত, মাহমুদুল,ফাহিম, ইভান সহ আরো অনেকে ।

এসএমআর