আজ বৃহস্পতিবার, ৩০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

করোনায় পাথর মানুষ

নাদিম হাসান

রোববার বিকেলে শহরের উকিলপাড়া মসজিদ মার্কেটের সামনের রাস্তায় অজ্ঞাত এক ব্যাক্তিকে অজ্ঞান অবস্থায় পরে থাকতে দেখা যায়। আধ ঘন্টা রাস্তার পাশে পড়ে থাকতে দেখেও সাহায্যের জন্য কেউ এগিয়ে আসেনি । বরং করোনা রোগী ভেবে চার দিকে আতঙ্ক ছড়িয়ে পড়লে রাস্তা থেকে মানুষ দৌড়ে পাঁলিয়ে যায়। পরে উকিলপাড়া মসজিদের কয়েকজন মুসুল্লী তাকে হাসপাতালে পাঠায়।

সরেজমিনে দেখা যায়, রোববার বিকেল চারটার সময় উকিলপাড়া মসজিদ মার্কেটের সামনে হঠাৎ একজন লোক মাথা ঘুরে রাস্তায় পড়ে যায় এবং তার মুখ দিয়ে হালকা রক্ত বের হতে থাকে। তা দেখে রাস্তার পাশে থাকা দোকানি ও পথচারীরা করোনা রোগী ভেবে দৌড়ে রাস্তা থেকে সরে যায় এবং বলাবলি করতে থাকে করোনায় আক্রান্ত হয়ে সড়কে পড়ে আছে কেউ সামনে যাবেন না। প্রায় আধ ঘন্টা রাস্তায় পড়ে থাকার পরেও কেউ কাছে এগিয়ে আসে নি । এসময় মসজিদের ভেতরে একথা ছড়িয়ে পড়লে কয়েকজন মুসল্লি এসে লোকটিকে ধরাধরি করে একটি ভ্যানে উঠায়।
তারপর তাকে শহরের ১ শ’ শয্যা বিশিষ্ট ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নেয়া হয়। তার নাম পরিচয় কিছু এখনো জানা যায়নি। তবে ভ্যান চালক জানায়, তাকে এখানেই অনেক বার দেখেছি গাড়ি থেকে মাথায় করে মালামাল নামাতে তবে তার নাম পরিচয় জানি না।

এ বিষয়ে মুসল্লিদের সাথে কথা হলে তারা বলেন, করোনা হলো আল্লাহ্ গজব। এখন মানুষ রাস্তায় স্ট্রোক করলে বা দুর্ঘটনার শিকার হলেও কেউ সাহায্য করতে এগিয়ে আসে না। সবার মুখে তখন একটাই কথা কাছে যাবেন না করোনা হয়েছে। করোনায় মানুষের মন কে পাথরে পরিণত করেছে।