আজ শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কমিটিতে নেই আইভী-শামীম

আবারও বঞ্চিত হলো নারায়ণগঞ্জ আওয়ামী লীগ। দলীটির কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ পদে নারায়ণগঞ্জের কোনো নেতা স্থান পায় নি। যদিও গণমাধ্যমে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ- সভাপতি ও নাসিক মেয়র ডাঃ সেলিনা হায়াত আইভী এবং  নারায়ণগঞ্জ ৪ আসনের এমপি শামীম ওসমানকে নিয়ে বেশ আলোচনা ছিলো।  তাছাড়া এবারের সম্মেলনে নারায়ণগঞ্জের নেতাদের নিয়ে তেমন কোনো আলোচনা ছিলো না  কেন্দ্রীয় নেতাদের মধ্যে। আলোচনা না থাকার কারণ হিসেবে দেখা হচ্ছে নেতাদের মধ্যে দলীয় কোন্দল। এই কোন্দলের কারণে বার বার নারায়ণগঞ্জ জাতীয় রাজনীতি থেকে পিছে পড়ছে। তবে ভাষা আন্দোলন মুক্তিযুদ্ধ সহ যে কোনো গণতান্ত্রিক আন্দোলনে নারায়ণগঞ্জের সন্তানদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।

এবারের আওয়ামী লীগের ২১ তম সম্মেলনের গুরুত্বপূর্ণ সকল পদে নাম ঘোষণা করেছে আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সকল গুরুত্বপূর্ণ পদে স্থান পাননি আইভী -শামীম। আওয়ামীলীগের সম্মেলন সুত্রে জানা গেছে কোন্দলের কারণেই কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ পদ থেকে বার বার বাদ পড়ছে নারায়ণগঞ্জের নেতারা।

সভাপতিমণ্ডলীতে আছেন যারা

নতুন কমিটিতে যারা আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য হয়েছেন, তারা হলেন— সৈয়দা সাজেদা চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, বেগম মতিয়া চৌধুরী, মোহাম্মদ নাসিম, কাজী জাফরউল্লাহ, অ্যাডভোকেট সাহারা খাতুন, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, অ্যাডভোকেট পীযুষ কান্তী ভট্টাচার্য, নুরুল ইসলাম নাহিদ, ড. আব্দুর রাজ্জাক, লেফটেন্যান্ট কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, রমেশ চন্দ্র সেন, অ্যাডভোকেট আব্দুল মান্নান খান, অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু, শাজাহান খান, জাহাঙ্গীর কবির নানক ও আব্দুর রহমান।

আগের কমিটির সভাপতিমণ্ডলীর সদস্যদের মধ্যে সৈয়দ আশরাফুল ইসলাম এ বছর মারা গেছেন। আর নতুন করে যুক্ত হয়েছেন শাজাহান খান, জাহাঙ্গীর কবির নানক ও আব্দুর রহমান।

যুগ্ম সাধারণ সম্পাদক

মাহবুব-উল আলম হানিফ, ডা. দীপু মনি, ড. হাছান মাহমুদ চৌধুরী, বাহাউদ্দিন নাছিম। আগের কমিটির দুই যুগ্ম সাধারণ সম্পাদক নানক ও আব্দুর রহমান নতুন এই কমিটিতে জায়গা করে নিয়েছেন সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে। বাকি দু’জন হানিফ ও দীপু মনি ধরে রেখেছেন নিজেদের পদ। আর আগের কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ এবং সাংগঠনিক সম্পাদক পদে থাকা বাহাউদ্দিন নাছিম এই কমিটিতে উঠে এসেছেন যুগ্ম সাধারণ সম্পাদক পদে।

সম্পাদকমণ্ডলী

আওয়ামী লীগের বিদায়ী কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্যদের মধ্যে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদ, কৃষি ও সমবায় সম্পাদক ফরিদুন্নাহার লাইলি, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাঁপা, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, স্বাস্থ্য সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, যুব ও ক্রীড়া সম্পাদক হয়েছেন হারুনুর রশিদ, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক প্রকৌশলী মো. আব্দুর সবুর ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস নতুন কমিটিতেও নিজ নিজ সম্পাদক পদ ধরে রেখেছেন।

বাকি সম্পাদক পদগুলোর মধ্যে আইন বিষয়ক সম্পাদক হয়েছেন নজিবুল্লাহ হিরু, দফতর সম্পাদক হয়েছেন ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক হয়েছেন ড. আব্দুস সোবাহান গোলাপ, মহিলা বিষয়ক সম্পাদক হয়েছেন মেহের আফরোজ চুমকী। কাউন্সিল থেকে অর্থ সম্পাদক, তথ্য ও গবেষণা সম্পাদক, ধর্ম সম্পাদক, শিল্প ও বাণিজ্য সম্পাদক এবং শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদকের নাম ঘোষণা করা হয়নি।

সাংগঠনিক সম্পাদক

আহমেদ হোসেন, বি এম মোজাম্মেল হক, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, এস এম কামাল হোসেন ও মির্জা আজম। এর মধ্যে আহমেদ হোসেন, বি এম মোজাম্মেল হক ও আবু সাঈদ আল মাহমুদ স্বপন আগের কমিটিতেও একই পদে ছিলেন।

তবে উপদেষ্টামন্ডলীসহ  কমিটির কয়েকটি সম্পাদক পদ ও কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্যদের নাম ঘোষণা করা হয়নি কাউন্সিলে। শেখ হাসিনা বলেন, আমাদের প্রেসিডিয়াম সদস্যরা বসে সব সদস্যের নাম ঠিক করবেন। তাদের নাম এখনই ঘোষণা করতে পারব না। এখন দেখার বিষয় নারায়ণগঞ্জ ৪ আসনের এমপি শামীম ওসমান উপদেষ্টামন্ডলীতে স্থান কি না। তাছাড়া শেখ হাসিনা চাইলে আইভীকে কেন্দ্রীয় কমিটিতে রাখতে পারেন ।