আজ বুধবার, ২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শ্রদ্ধা, ভালবাসায় কমরেড হেনা দাসকে স্মরণ

কমরেড হেনা দাস

কমরেড হেনা দাস

 

নিজস্ব প্রতিবেদক:
কমিউনিষ্ট পার্টির নেতা, গণ মানুষের ন্যায় সঙ্গত আন্দোলনের অন্যতম পথিকৃত কমরেড হেনা দাসের নবম মৃত্যু বার্ষিকীতে নারায়ণগঞ্জে শ্রদ্ধা ও ভালবাসায় স্মরণ করেছে বিভিন্ন সংগঠন।
হাফিজুল ইসলামের সভাপতিত্বে শহরের মাসদাইরে কমরেড হেনা দাসের স্মৃতি স্তম্ভের পাদদেশে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি নারায়ণগঞ্জ জেলা কমিটির উদ্যোগে স্মরণসভার আয়োজন করা হয়।
কমরেড হেনা দাসের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আলোচনা করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রিয় প্রেসিডিয়াম সদস্য কমরেড লক্ষ্মী চক্রবর্তী, কেন্দ্রিয় কমিটির সদস্য কমরেড মন্টু ঘোষ, খেলাঘর নারায়ণগঞ্জ জেলার সভাপতি রথীন চক্রবর্তী, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের জেলা নেতা কমরেড আবু নাঈম খান বিপ্লব, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি কমরেড হাফিজুর রহমান, বাংলাদেশ মহিলা পরিষদের নারায়ণগঞ্জ জেলা সহ-সভাপতি রীনা আহমেদ, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক বিমল কান্তি দাস।
শুক্রবার (২০জুলাই) সকালে সমাবেশের পূর্বে কমরেড হেনা দাসের স্মৃতিস্তম্ভের পুস্পমাল্য অর্পণ করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কমিটি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি নারায়ণগঞ্জ জেলা কমিটি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি নারায়ণগঞ্জ শহর কমিটি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, খেলাঘর নারায়ণগঞ্জ জেলা কমিটি, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র, গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র, বাংলাদেশ মহিলা পরিষদ, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সমমনা, কমরেড হেনা দাসের কন্যা ডা. দীপা ইসলামসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন।
নেতৃবৃন্দরা বলেন, ব্রিটিশবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে কমরেড হেনা দাসের রাজনৈতিক জীবনের শুরু। পরবর্তীতে শ্রমিক আন্দোলন, সাংস্কৃতিক আন্দোলন, নারী আন্দোলন, শিক্ষক আন্দোলনসহ বহুমাত্রিক লড়াই সংগ্রামে অবদান রেখেছেন। তার জীবন থেকে আমাদের শিক্ষা নিতে হবে। তিনি ছিলেন আমাদের বাতিঘর। আমাদের অনুপ্রেরণা।