আজ মঙ্গলবার, ২৮শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কদমরসুল অঞ্চলে নমুনা সংগ্রহের বুথ চালু

সংবাদচর্চা রিপোর্ট

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা.সেলিনা হায়াৎ আইভীর নির্দেশনা অনুযায়ী করোনাভাইরাস শনাক্তের কাজ গতিশীল করতে কদমরসুল অঞ্চলে নমুনা সংগ্রহের বুথ চালু করা হয়েছে। শনিবার ( ৯মে) এটির উদ্বোধন করেন কাউন্সিলর সাইফুদ্দিন আহমেদ দুলাল।
জানা গেছে দুইটি মেটিকেল টিম সপ্তাহে ৩ দিন করে নমুনা গ্রহণ করবে। প্রতি শনি, সোম ও বুধবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত নমুনা সংগ্রহ করা হবে। নমুনা প্রদানের জন্য ডা. মশিউর রহমান অপু (০১৮১৯৪৯৫৪২২), ডা. সাইফুল ইসলাম শাকিল (০১৮১৪৪৭৭২৮২), ডা. ফারুক আহমেদের (০১৭১৭২৯৯৮৯৩) সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।
রবিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত নমুনা প্রদানের জন্য ডা: নিজাম আলী – ০১৮১৯২৪২৪৮৫ , ডা: গোলাম মর্শেদ- ০১৬৭০৭৪৭৩৬২, ডা: আকিব জামানের-০১৬৭০৬৯২৮৭২ সঙ্গে যোগাযোগ যোগাযোগ করতে বলা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন নাসিকের আরবান প্রজেক্টের স্বাস্থ্য কর্মকর্তা ডা. নেসার হাসান তমাল, শিশু কনসাল্টেন্ট ডা. মশিউর রহমান অপু, নাসিকের অনলাইন টেলি মেডিসিন সেবার ডা. ফারুক, সাকিব, রাশেদ খান হাবিব প্রমূখ।
এদিকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনকে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক দুটি কোভিড-১৯ নমুনা সংগ্রহের সুরক্ষা বুথ উপহার দিয়েছেন। সেই বুথের মাধ্যমে নাসিকের নমুনা সংগ্রহ বৃদ্ধি পেয়েছে। এছাড়া মন্ত্রী একটি জীবাণুনাশক টানেল উপহার দিয়েছেন নাসিককে।