আজ বৃহস্পতিবার, ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ওলামা দলের বেনুর জন্য দোয়া

সংবাদচর্চা রিপোর্ট:

প্রয়াত নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী ওলামা দলের সভাপতি এবং কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সামসুর রহমান খান বেনুর স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ( ১৭ সেপ্টেম্বর ) তারাব পৌরসভার যাত্রামুড়া এলাকায় এ দোয়া হয়। এসময় নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক আহবায়ক এড.তৈমূর আলম খন্দকার, নারায়ণগঞ্জ জেলা ওলামা দলের সহ-সভাপতি মাজহারুল ইসলাম হিরণ ,সাধারণ সম্পাদক ডাঃ ইউনুস, রূপগঞ্জ থানা ওলামা দলের সভাপতি মাওলানা মজিবুল্যা,সহ-সভাপতি ডা: আজাহার, সাধারণ সম্পাদক আবদুল হাই তালকদার, তারাব পৌর ওলামা দলের সভাপতি কামাল খাঁন,সহ-সভাপতি মোজাম্মেল হক, রূপগঞ্জ থানা শ্রমিক দলের সাবেক সভাপতি ইদ্রিস আলী, আমির হোসেন, আঃ লতিফ খাঁন, শাহাজাদা, তোফাজ্জল হোসেন, মজিবুল্লাহ, ইকবাল উপস্থিত ছিলেন। এছাড়া মরহুমের কবর জিয়ারত করেছেন নেতৃবৃন্দ।