আজ বুধবার, ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

ঐক্যবদ্ধ বাদল,কাজী মনির-নাসির

সংবাদচর্চা রিপোর্ট:
আওয়ামী লীগ সরকারের শাসন আমলে নির্যাতিত হয়ে দীর্ঘ ১০ বছর বিদেশে থাকার পর গতকাল রূপগঞ্জে প্রত্যাবর্তন করেছেন শিল্পপতি লুৎফর রহমান বাদল। তার প্রত্যাবর্তন উপলক্ষে বিকালে তারাব পৌরসভার নোয়াপাড়া এলাকায় সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়। এ আলোচনা সভায় বক্তব্য রাখেন শিল্পপতি লুৎফর রহমান বাদল, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান , নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক আলহাজ¦ নাসির উদ্দিন। এই তিন নেতার মধ্যে ঐক্য লক্ষ্য করা যাচ্ছে। অনুষ্ঠানে তারা একে অপরের মধ্যে ফুলের শুভেচ্ছা বিনিময় করেছেন। এসময় উপস্থিত ছিলেন সেলিম প্রধান, তারাব পৌরসভার সাবেক মেয়র শফিকুল চৌধুরী, তারাব পৌর বিএনপির সহ-সভাপতি কাজী ইমরান হোসেন মাছুম।

এসময় শিল্পপতি লুৎফর রহমান বাদল বলেন, আমি ক্রিকেট খেলা পছন্দ করি। শচীন টেন্ডুলকার আমার বন্ধু। রূপগঞ্জকে আমি এগিয়ে নিয়ে যাবো। আমরা ঐক্যবদ্ধ আছি।