আজ শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ঐক্যফ্রন্ট গঠিত হয়েছিল ইলেকশনের জন্য : ড. কামাল

জাতীয় ঐক্যফ্রন্টের মধ্যে ঐক্য আছে কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন বলেছেন, ‘ঐক্যফ্রন্ট নির্বাচনকে সামনে রেখে গঠন করা হয়েছিল। এখন জনগণের সঙ্গে ঐক্য দরকার।’

আজ সোমবার (২২ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে দেশের বন্যা পরিস্থিতি ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

দেশের বন্যা পরিস্থিতি নিয়ে সরকারবিরোধী সবচেয়ে বড় জোট জাতীয় ঐক্যফ্রন্ট কোনো কাজ করছে না কেন-সাংবাদিকদের আরেক প্রশ্নের একই উত্তর দেন ড. কামাল হোসেন। তিনি বলেন, ‘ইলেকশনকে সামনে রেখে কয়েকটা রাজনৈতিক দল নিয়ে ঐক্যফ্রন্ট হয়েছিল। এখন বন্যা মোকাবিলায় আমাদের জনগণের ঐক্য দরকার।’

এসময় উপস্থিত ছিলেন, গণফোরামের নির্বাহী সভাপতি সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ।