আজ সোমবার, ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

এরশাদ স্মরণে ছাত্রসমাজের দোয়া

সাবেক সফল রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মোহাম্মদ এরশাদ এর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে জাতীয় ছাত্রসমাজ, নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখা। গতকাল জাতীয় ছাত্রসমাজ, নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার কার্যালয়ে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ছাত্রসমাজের কেন্দ্রীয় কমিটির সভাপতি ইব্রাহিম খাঁন জুয়েল, বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহ সভাপতি শাহি ইমরান রিপন, সেন্ট্রা কমিটির সহ সভাপতি শাহারীয়া রাসেল, নারায়ণগঞ্জ জেলার সভাপতি শাহাদাত হোসেন রুপু। আরো উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক রবিউল আউয়াল, শাহালম সবুজ, ফয়সাল উল্লা তুর্জ। অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন মুফতি মো. জাকারিয়া হোসাইন তাহেরী।